শিয়ালদহ ডিভিশনে করোনা আক্রান্ত ৭৫০ রেলকর্মী। পূর্ব রেলে আক্রান্ত হয়েছেন মোট ১২০০-র উপর রেলকর্মী। এর জেরে শিয়ালদা সেকশনে বাতিল করা হয়েছে মোট ৫৪ জোড়া লোকাল ট্রেন। রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
শুক্রবার পূর্ব রেলের তরফ ১৪টি ট্রেন বাতিল করা হয়েছে, একনজরে দেখে নিন সেই ট্রেনগুলির তালিকা –
১) ০২৩৩৭ হাওড়া-বোলপুর শান্তিনিকেতেন : আগামী ৪ মে থেকে বাতিল।
২) ০২৩৩৮ বোলপুর শান্তিনিকেতেন-হাওড়া : আগামী ৪ মে থেকে বাতিল।
৩) ০২৩৮৩ শিয়ালদহ-আসানসোল : আগামী ৪ মে থেকে বাতিল।
৪) ০২৩৮৪ আসানসোল-শিয়ালদহ : আগামী ৪ মে থেকে বাতিল।
৫) ০৩০০১ হাওড়া-সিউড়ি : আগামী ৪ মে থেকে বাতিল।
৬) ০৩০০২ সিউড়ি-হাওড়া : আগামী ৪ মে থেকে বাতিল।
৭) ০৩৪১৯ ভাগলপুর-মুজফ্ফরপুর : আগামী ৪ মে থেকে বাতিল।
৮) ০৩৪২০ মুজফ্ফরপুর-ভাগলপুর : আগামী ৪ মে থেকে বাতিল।
৯) ০৩৪২১ নবদ্বীপধাম-মালদহ টাউন : আগামী ৪ মে থেকে বাতিল।
ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে বাংলার করোনা পরিস্থিতি৷ শুক্রবার স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন রাজ্যের ১৭,৪১১ জন। তাঁদের মধ্যে ৩,৯৩২ জনই উত্তর ২৪ পরগনার। দ্বিতীয় স্থানে কলকাতা। নতুন আক্রান্তের সংখ্যা ৩,৯২৪ জন। রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮,২৮, ৩৬৬। স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, যে ৯৬ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে শুধু কলকাতারই রয়েছে ২৮ জন৷ উঃ ২৪ পরগনার ২০, দঃ ২৪ পরগনার ৭, হুগলির ১৪ ও দার্জিলিঙের ৭জন৷ মৃত্যুর এই সংখ্যা রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে৷
শুক্রবার সন্ধ্যা থেকেই রাজ্যে অনির্দিষ্ট কালের জন্য সমস্ত সিনেমা হল, শপিং মল, বিউটি পার্লার, রেস্তরাঁ, বার, ক্রীড়াঙ্গন, জিম, স্পা এবং সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের নির্দেশিকা অনুযায়ী, বাজার-হাট শুধুমাত্র খোলা থাকবে সকালে ৭টা থেকে ১০টা এবং বিকেলে ৩টে থেকে ৫ টা। যদিও ওষুধের দোকান এবং মুদির দোকানের মতো জরুরি পরিষেবা এই নির্দেশিকার আওতার বাইরে থাকছে। হোম ডেলিভারি এবং অনলাইন পরিষেবার ক্ষেত্রে ছা়ড় রয়েছে। সামাজিক এবং সাংস্কৃতিক সমস্ত অনুষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে। এই নির্দেশের অন্যথা হলে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে বলেও জানানো হয়েছে নির্দেশিকায়। অনেকের মতে, ভোট মিটতেই যে ভাবে কড়া পদক্ষেপ করা হল, তাতে ২ মে ফলাফলের পর সংক্রমণের শৃঙ্খল ভাঙার জন্য রাজ্যে নাইট কার্ফুও জারি করা হতে পারে।