শুক্রবার হাইভোল্টেজ হাইকোর্ট, সাত গুরুত্বপূর্ণ মামলার শুনানি

রাজ্যের লিখে দেওয়া বক্তৃতা বাজেট অধিবেশনে রাজ্যপাল জগদীপ ধনকড় পড়বেন কি না তা এখনও স্পষ্ট নয়। তবে শনিবার যেমন বিধানসভার দিকে নজর থাকবে তেমনই নজর থাকবে কলকাতা হাইকোর্টের দিকেও। সাত সাতটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে শনিবার। এবং বেশ কিছু মামলা রাজ্য সরকারের জন্য অস্বস্তির হতে পারে বলেই মত অনেকের।

ভোট পরবর্তী অশান্তি মামলা ও জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট পেশ


হাইকোর্টের নির্দেশেই বাংলায় ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখেছিল জাতীয় মানবাধিকার কমিশনের টিম। শুধু সন্ত্রস্ত এলাকা ঘুরে দেখা নয়।সল্টলেকে ক্যাম্প করে অভিযোগ শোনার পাশাপাশি ইমেল ও ফোনেও অভিযোগ নিয়েছে তারা। অনেকের মতে, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা যে ইঙ্গিত দিয়েছেন তাতেই স্পষ্ট নবান্নের বিরুদ্ধে তীব্র দোষারোপ থাকবে রিপোর্টে। যা রাজ্যের জন্য অস্বস্তিকর হবে বলে মত অনেকের।

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে রাজ্যের রিপোর্ট পেশ

কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে ইতিমধ্যেই তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। আদালত রাজ্য সরকারের রিপোর্ট চেয়েছে। শুক্রবার তা জমা দেওয়ার দিন এবং ওই তিনটি মামলার একসঙ্গে শুনানি হবে আদালতে

মেডিক্যাল কলেজ ইঞ্জেকশন চুরি নিয়ে জনস্বার্থ মামলা

কলকাতা মেডিক্যাল কলেজ থেকে চুরি গিয়েছিল কয়েক লক্ষ টাকার টোসিলিজুমাব ইঞ্জেকশন। যা কোভিডের চিকিত্‍সায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাতে অনেক রাঘববোয়ালেরই নাম জড়িয়েছে। সেই ঘটনা নিয়ে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল তারও শুনানি শুক্রবার।

উচ্চ প্রাথমিক নিয়োগে স্থগিতাদেশ প্রত্যাহার? না থাকবে?

উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে হাইকোর্টের নির্দেশে নতুন জটিলতা তৈরি হয়েছে। অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে আদালত। সেই মামলার শুনানি রয়েছে শুক্রবার

শুভেন্দু অধিকারী নিরাপত্তা মামলা

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা সংক্রান্ত মামলার শুনানি শুক্রবার হাইকোর্টে।

কাঁথি পুরসভার ত্রিপল চুরি মামলা

এই মামলাতেও নাম রয়েছে শুভেন্দুর। যদিও শুভেন্দু আদালতে আর্জি জানিয়েছিলেন তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার করার জন্য। আদালত তা খারিজ করে দেয়। শুক্রবার সেই মামলারও শুনানি রয়েছে হাইকোর্টে।

বিনয় মিশ্র দেশে ফেরা ও সিবিআইয়ের লিখিত অবস্থান

কয়লা পাচার কাণ্ডে ফেরার বিনয় মিশ্র প্রশান্ত মহাসাগরীয় একটি দ্বীপরাষ্ট্রের নাগরিত্ব নিয়েছেন বলে খবর। তাঁর দেশে ফেরা এবং সিবিআইয়ের কী অবস্থান তা জানতে শুক্রবার শুনানি হবে আদালতে। কারণ বিনয়ের আইনজীবী আদালতে বলেছেন, তাঁর মক্কেল আত্মগোপন থেকে বের হয়ে আসতে পারেন যদি তাঁকে গ্রেফতার না করা হয়। তিনি তদন্ত সংস্থাকে সাহায্য করবেন। এর ভিত্তিতে কেন্দ্রীয় এজেন্সির অবস্থান হলফনামা আকারে চেয়েছে আদালত। শুক্রবার সিবিআই তা জমা দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.