পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত ৬০৯জন

পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬০৯জন । একদিনে সুস্থ হয়ে উঠছেন ৬৬৬জন।  সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৬.৯৬শতাংশ। রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫জনের। এদিকে কমেছে মোট পরীক্ষিত নমুনা অনুযায়ী সংক্রমিত মানুষের হার। ২৪ ঘন্টায় পরীক্ষিত নমুনার ৭.৪১শতাংশ মানুষ এদিন সংক্রমিত হয়েছেন। শনিবার স্বাস্থ্য দফতর বুলেটিন সূত্রে অন্তত খবর এমনটাই। এখনন রাজ্যে সক্রিয় চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ৭হাজার ১৫১জন। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫লাখ ৬৪হাজার ৭০৭জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ৫লাখ ৪৭হাজার ৫১৫জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১০হাজার ৪১জনের। এদিকে গত একদিনে কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫০জন। সুস্থ হয়েছেন গত ২৪ ঘন্টায় ১৩১জন। শহরে গত একদিনে নতুন করে মৃত্যু হয়েছে ২জনের। বর্তমানে এখন করোনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ১৪৩৭জন। এদিকে রাজ্যে সংক্রমনের নিরিখে কলকাতাকে ছাপিয়ে গেছে উত্তর চব্বিশ পরগনা। একদিনে আক্রান্ত হয়েছেন ১৮৬জন। সুস্থ হয়ে উঠছেন ১৭০জন। এদিনেরর বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৩০হাজার ১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬লাখ ২১হাজার ১৩২টি। এখন রাজ্যে ১০০টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.