২৪ ঘন্টায় মৃত্যু ৫০৭ জনের, ভারতে করোনা-আক্রান্ত বেড়ে ৫,৮৫,৪৯৩

নিয়ন্ত্রণে আসছেই না, বরং ভয়াবহ রূপ নিচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস(corona virus)। প্রতিদিনই তৈরি হচ্ছে একের পর এক সংখ্যার রেকর্ড। ভারতে বিগত ২৪ ঘন্টায় নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৫০৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৮,৬৫৩ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১৭,৪০০ জন এবং সংক্রমিত ৫,৮৫,৪৯৩ জন। প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে করোনা-মুক্ত হয়েছেন ৩,৪৭,৯৭৯ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৫,৮৫,৪৯৩ জন (সক্রিয় করোনা রোগী ২,২০,১১৪)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭,৪০০। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৩,৪৭,৯৭৯ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ১৭,৪০০ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ১৮৭ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে একজন, অসমে ১২ জন, বিহারে ৬৭ জনের, চন্ডীগড়ে ৬ জন, ছত্তিশগড়ে ১৩ জন, দিল্লিতে ২৭৪২ জনের, গোয়া ৩ জন, গুজরাটে ১৮৪৬ জনের, হরিয়ানায় ২৩৬ জনের, হিমাচল প্রদেশে ১০ জনের, জম্মু-কাশ্মীরে ১০১ জনের, ঝাড়খণ্ডে ১৫ জনের, কর্ণাটকে ২৪৬ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ২৪ জন, লাদাখে একজন, মধ্যপ্রদেশে ৫৭২ জন, মহারাষ্ট্রে ৭,৮৫৫ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ২৫ জনের, পুদুচেরিতে ১২ জন, পঞ্জাবে ১৪৪ জন, রাজস্থানে ৪১৩ জনের, তামিলনাড়ুতে ১,২০১ জন, তেলেঙ্গানায় ২৬০ জন, ত্রিপুরায় একজন, উত্তরাখণ্ডে ৪২ জন, উত্তর প্রদেশে ৬৯৭ জন এবং পশ্চিমবঙ্গে ৬৬৮ জন প্রাণ হারিয়েছেন।করোনা-আক্রান্তের নিরিখে দেশের মধ্যে এগিয়েই রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৭,৪৭,৬১-এ পৌঁছেছে। দিল্লিতে আক্রান্ত ৮৭,৩৬০, গুজরাটে ৩২,৫৫৭, পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ১৮,৫৫৯ এবং তামিলনাড়ুতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৯০,১৬৭। মৃত্যু ও আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে, ততটাই দ্রুত গতিতে চলছে নমুনা পরীক্ষা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ জানিয়েছে, ৩০ জুন পর্যন্ত ৮৬,২৬,৫৮৫টি নমুনা পরীক্ষা হয়েছে। শুধুমাত্র ৩০ জুন ২,১৭,৯৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.