কেন্দ্রীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের জন্য বিশেষ নির্বাচন পর্যবেক্ষক হিসাবে অজয় নায়ক কে মনোনীত করেছিলেন। প্রথম দু দফার ভোট পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে।
আগামী ২৩ তারিখে তৃতীয় দফার ভোট হবে এ রাজ্যে।
তার প্রস্তুতি হিসাবে নায়ক জানান আগের দুই দফার চেয়ে ১৩০ কোম্পানী বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে এই দফায়। এর ফলে প্রায় ৯০ শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী যা আগের দুই দফায় যথাক্রমে ৫১ ও ৮০ শতাংশ বুথে মোতায়েন ছিল।
আগামী মঙ্গলবারের এই দফায় ভোট হবে রাজ্যের বালুরঘাট, মালদা উত্তর,মালদা দক্ষিন, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে।
অজয় নায়ক আরো জানান তৃতীয় দফার ভোটে ২৭৪ কোম্পানী বাহিনীর অনুমোদন থাকলেও তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে অতিরিক্ত ৫০ কোম্পানীর আবেদন করেছিলেন, মন্ত্রক তার অনুমোদন দিয়েছে। অতিরিক্ত এই বাহিনীতে বিএসএফ,সিআরপিএফ এর পাশাপাশি উত্তরপূর্বাঞ্চল রাজ্যগুলির সশস্ত্র পুলিশ থাকবে।