সারা দেশের মধ্যে মহারাষ্ট্রে (Maharashtra)সবচেয়ে বেশি করোনার(corona) সংক্রমণ ছড়িয়েছে। সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যাও মহারাষ্ট্রের। ফলে সেখানে লকডাউনকে সফল করতে তথা রাজ্যের আইন-শৃঙ্খলা সঠিক রাখতে পুলিশের উপর নির্ভরশীল রাজ্য সরকার। কিন্তু এর মধ্যে এক বিপদজনক তথ্য উঠে এল। মহারাষ্ট্রের ৪৫৭ জন পুলিশ কর্মী কোভিড পজিটিভ। তার মানে ৪৮ জন আধিকারিক পদমর্যাদার।
করোনার বিরুদ্ধে পুলিশও প্রথম সারির যোদ্ধা। অথচ আজ তারাই একের পর এক আক্রান্ত। মহারাষ্ট্রের পুলিশকর্মীদের শরীরে একের পর এক পাওয়া যাচ্ছে করোনা ভাইরাসের হদিশ।
মুম্বাই শহরের একজন আইপিএস অফিসারেরও করো না পজেটিভের খবর পাওয়া গেছে। শুধুমাত্র মুম্বাইতেই ১০০ পুলিশকর্মীর শরীরে মারন ভাইরাসের উপস্থিতি মিলেছে। আরো আইপিএস ও পুলিশ কর্মীদের নমুনা পরীক্ষা চলছে।
দক্ষিণ মুম্বাইয়ের জেজে পুলিশ স্টেশনের ১২ জন পুলিশ কর্মীর দেহে করোনার হদিশ পাওয়া গেছে। এর মধ্যে ৬ জন অফিসার ৬ জন কনস্টেবল। এর আগে ধারাবি ও শাহনগর দুটি থানাতে পুলিশ কর্মীদের করোনা পজিটিভ হিসেবে পাওয়া গেছে।
এখনো পর্যন্ত মহারাষ্ট্রের চার পুলিশকর্মীর করোনায় মৃত্যু হয়েছে। তার মধ্যে তিনজন মুম্বাইয়ের একজন পুনের।