গতবছর মার্চ মাস থেকে শহরজুড়ে জাঁকিয়ে বসেছে অদৃশ্য ভাইরাস করোনা। পুরনো বছর শেষ হয়ে নতুন বছর শুরু হলেও শহর ছেড়ে যাওয়ার নাম নেই করোনা। তবে অবশেষে স্বস্তির খবর। ফের বৃহস্পতিবার রাজ্যে কিছুটা কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪১৬ জন। বৃহস্পতিবার এমনটাই খবর স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন সূত্রে। স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪১৬ জন। যার জেরে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,৬৬,৮৯৮ জন । একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। ফলে মোট মৃত্যুর সংখ্যা ১০,০৮৯ জন । একদিনে করোনা মুক্ত হয়েছেন ৫১৭ জন । ফলে বর্তমানে সুস্থ হয়ে মোট বাড়ি ফিরেছেন ০৫,৫০,২৪৪ জন। এখনও পর্যন্ত সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬,৫৬৫। রাজ্য সুস্থতার হার বেড়ে ৯৭.০৬ শতাংশ । রাজ্যে ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা হয়েছে ২৮,২৯৩ টি। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ৭৭,৫১,৬৬৯ টি।
2021-01-22