গত একদিনে রাজ্যে দৈনিক সংক্রমণ নিম্নমুখী হয়েছে। রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪৫৯ জন আক্রান্ত হয়েছেন। একদিনে সুস্থ হয়ে উঠছেন ৩৪৮৭ জন। তবে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৩.১২শতাংশ। রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫২জনের। এদিকে কমেছে মোট পরীক্ষিত নমুনা অনুযায়ী সংক্রমিত মানুষের হার। ২৪ ঘন্টায় পরীক্ষিত নমুনার ৮.২৫শতাংশ মানুষ এদিন সংক্রমিত হয়েছেন। শনিবার স্বাস্থ্য দফতর বুলেটিন সূত্রে অন্তত খবর এমনটাই।এখন রাজ্যে সক্রিয় চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ২৪হাজার ৫৩৭জন। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪লাখ ৭৭হাজার ৪৪৬জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ৪লাখ ৪৪হাজার ৫৮৭জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৮৩২২জনের। এদিকে গত একদিনে কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৯০জন। সুস্থ হয়েছেন গত ২৪ ঘন্টায় ৯৪২ জন। শহরে গত একদিনে নতুন করে মৃত্যু হয়েছে ১৪ জনের। বর্তমানে এখন করোনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ৬৬৮৩জন। এদিকে রাজ্যে সংক্রমনের নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা। একদিনে আক্রান্ত হয়েছেন ৮৬৩জন। সুস্থ হয়ে উঠছেন ৯৪৮জন।
এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৪৫হাজার ১৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৭লাখ ৮৯হাজার ৫৪৭টি। এখন রাজ্যে ৯৫টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে।
2020-11-29