পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত ৩২৪৬জন

গত একদিনে রাজ্যে ফের কমল দৈনিক সংক্রমণ। এদিকে কলকাতায় গত একদিনে কমেছে সংক্রমণ। রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২৪৬ জন আক্রান্ত হয়েছেন। একদিনে সুস্থ হয়ে উঠছেন ৩২৫৭জন। তবে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৩.৩৮শতাংশ। রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৯জনের। এদিকে কমেছে মোট পরীক্ষিত নমুনা অনুযায়ী সংক্রমিত মানুষের হার। ২৪ ঘন্টায় পরীক্ষিত নমুনার ৮.২২শতাংশ মানুষ এদিন সংক্রমিত হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর বুলেটিন সূত্রে অন্তত খবর এমনটাই।এখন রাজ্যে সক্রিয় চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ২৪হাজার ১০৬জন। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪লাখ ৯৩হাজার ৩১৬জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ৪লাখ ৬০হাজার ৬৩৪জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৮৫৭৬জনের। 
এদিকে গত একদিনে কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৭৪জন। সুস্থ হয়েছেন গত ২৪ ঘন্টায় ৮৯৯ জন। শহরে গত একদিনে নতুন করে মৃত্যু হয়েছে ১২ জনের। বর্তমানে এখন করোনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ৬০৬৬জন। এদিকে রাজ্যে সংক্রমনের নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা। একদিনে আক্রান্ত হয়েছেন ৭১৫জন। সুস্থ হয়ে উঠছেন ৯১১জন।
এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৪৪হাজার ১৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬০লাখ ২হাজার ৯২৮টি। এখন রাজ্যে ৯৫টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.