জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে চন্দ্রভাগা (চেনাব) নদীতে পড়ে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি, নদীতে পড়ে যাওয়ার পর গাড়িটি ডুবে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের এবং আহত হয়েছেন দু’জন। দুর্ঘটনার পর থেকেই খোঁজ পাওয়া যায়নি ৬ জনের। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি (এইচআর ৫৫ জে ১৬৭৮) হরিয়ানার। বুধবার সকাল ৫.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে রামবান জেলার চান্দেরকোটের দৌগিপৌলি কারোল এলাকার কাছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি শ্রীনগর থেকে উত্তর প্রদেশ অভিমুখে যাচ্ছিল।
বুধবার সকালে দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্ধারকাজের জন্য পৌঁছে যায় সিভিল কুইক রিয়েকশন টিম, ভারতীয় সেনাবাহিনী এবং স্থানীয় পুলিশ। বছর ২১-এর একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার করা হয় দু’জনকে, তবে ৬ জনের খোঁজ পাওয়া যায়নি। মৃতের নাম-রশিদ (২১)। তাঁর বাড়ি উত্তর প্রদেশের বিজনোর জেলায়। আহতদের নাম-গাড়ির চালক মহম্মদ আসিফ (২৮) এবং বিলাল আহমেদ (২৫)। তাঁদের উত্তর প্রদেশের বিজনোরে বাড়ি। চন্দ্রভাগা (চেনাব) নদীতে নিখোঁজ ৬ জনের খোঁজ চলছে।
2021-05-19