গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭১০জন আক্রান্ত হয়েছেন। একদিনে সুস্থ হয়ে উঠছেন ২৯১৩জন। তবে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৩.৮৩শতাংশ। রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৪জনের। এদিকে কমেছে মোট পরীক্ষিত নমুনা অনুযায়ী সংক্রমিত মানুষের হার। ২৪ ঘন্টায় পরীক্ষিত নমুনার ৮.১৪শতাংশ মানুষ এদিন সংক্রমিত হয়েছেন। শনিবার স্বাস্থ্য দফতর বুলেটিন সূত্রে অন্তত খবর এমনটাই। এখন রাজ্যে সক্রিয় চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ২৩হাজার ৩৪জন। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫লাখ ১৯হাজার ২১৫জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ৪লাখ ৮৭হাজার ১৭১জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৯০১০জনের। এদিকে গত একদিনে কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৬২জন। সুস্থ হয়েছেন গত ২৪ ঘন্টায় ৭৩০জন। শহরে গত একদিনে নতুন করে মৃত্যু হয়েছে ১৬ জনের। বর্তমানে এখন করোনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ৫৫৩৮জন। এদিকে রাজ্যে সংক্রমনের নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা। একদিনে আক্রান্ত হয়েছেন ৬৪২জন। সুস্থ হয়ে উঠছেন ৭২২জন।
এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৪২হাজার ১০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৩লাখ ৮২হাজার ২৭৮টি। এখন রাজ্যে ৯৬টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে।
2020-12-13