ব্রেকিং: মোট সংক্রমণ ছাড়াল ৯৭ লক্ষ, একদিনে মৃত ৩৮৫

দেশে সংক্রমণ কিছুটা কমলেও অব্যহত করোনার প্রভাব। শেষ ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনা আক্রান্ত হলেন ২৬ হাজার ৫৬৭ জন। একই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৩৮৫ জনের।

নতুন করে সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌছে গিয়েছে ৯৭ লক্ষ ৩ হাজার ৭৭০ এ। অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। প্রথম থেকে এখন অবধি দেশে করোনার জেরে মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪০ হাজার ৯৫৮ জনের।

দেশে মোট আক্রান্তের মধ্যে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা রয়েছে ৩ লক্ষ ৮৩ হাজার ৮৬৬ টি। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৯১ লক্ষ ৭৮ হাজারের বেশি মানুষ। শেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছে ৩৯ হাজার ৪৫ জন।

দেশের বেশ কিছু রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। বাধ্য হয়ে ১৪৪ ধারা জারি করেছে উত্তরপ্রদেশ সরকার। নয়ডার গৌতম বু্দ্ধ নগর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। করোনা পরিস্থিতি যাতে কোনওভাবে আরও খারাপ না হয় তাই এই সিদ্ধান্ত। রবিবার থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ২০২১ সালের দোসরা জানুয়ারি পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

এদিকে, ভারতের সেরাম ইনস্টিটিউট এই ভ্যাক্সিন জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য আবেদন জানিয়ে দিয়েছে। ডিজিসিআই-এর কাছে ভ্যাক্সিন প্রয়োগ করার অনুমোদন চেয়েছে। সম্প্রতি ওই সংস্থার কর্ণধার জানান, শীঘ্রই তাঁরা জরুরিভিত্তিতে ভ্যাক্সিন দেওয়ার প্রক্রিয়া শুরু করার আবেদন জানাবেন। সপ্তাহ দুয়েকের মধ্যেই আবেদন জানাবেন বলে উল্লেখ করেছেন পুনাওয়ালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.