ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে পরপর ২৪টি বিয়ে করেছিল। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল কীর্তিমান যুবক। ধৃত বারাসতের কাজিপাড়ার বাসিন্দা। নিজেকে জেসিবি চালক বলে পরিচয় দিয়ে ভুয়ো পরিচয় পত্র তৈরি করে একের পর এক বিয়ে করাই ছিল তার পেশা।
প্রায় এক বছর আগে সাগরদিঘী থানায় এক মহিলা অভিযোগ করে জানান যে তার স্বামী গয়না ও টাকা নিয়ে নিরুদ্দেশ। কোথাও খোঁজ পাওয়া যাচ্ছে না। মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে পুলিশ।
অভিযোগ উঠেছে, সে এরকম করে প্রায় ২৪ জন মহিলাকে বিয়ে করে। বিয়ের পর কিছুদিন শ্বশুর বাড়িতে কাটাত সে। এরপর স্ত্রীর গয়না ও টাকা নিয়ে পালিয়ে যেত। অভিযোগ এরপর একাধিকবার আসাবুলের ফোনে ফোন করলেও আর তাকে পাওয়া যেত না। এমন করেই বেশ চলছিল তার।
সাগরদীঘির বালিয়ার এক প্রতারিত মহিলা সাগরদিঘী থানায় অভিযোগ জানান আসাবুলের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসাবুল মোল্লার বিরুদ্ধে অভিযোগ এসেছে। সাগরদিঘী থানা পুলিশ আসাবুলকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠিয়েছে।