পুর কাউন্সিলররা পা বাড়িয়েছেন আগেই। এ বার পঞ্চায়েত সদস্যরাও। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ব্যারাকপুর ১ নম্বর ব্লকের কাউগাছি ১ নম্বর পঞ্চায়েতের ২৪ জন সদস্য। এঁদের মধ্যে রয়েছেন পঞ্চায়েত প্রধানও।
আজ সকালে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর হাত ধরেই তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যরা বিজেপিতে যোগ দেন। এ দিন সকালে কাউগাছি পঞ্চায়েত অফিসে আসেন অর্জুন সিং। সেখানে তাঁকে স্বাগত জানান কাউগাছি পঞ্চায়েতের সদস্যরা। পরে তাঁর হাত ধরে দলত্যাগ। পঞ্চায়েত প্রধান চৈতালী কর্মকার বলেন, সরকারের প্রতি ভরসা হারিয়েই বিজেপিতে যোগ দিচ্ছেন তাঁরা।
প্রধান সহ ২৪ জন সদস্য বিজেপিতে যোগ দেওয়ার ফলে এই পঞ্চায়েতে এখন বিজেপির আধিপত্য কায়েম হল।
লোকসভা নির্বাচনে এ রাজ্যে বিজেপির ১৮ আসন লাভের পরেই দিল্লি গিয়ে মুকুল রায়ের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন হালিশহর, কাঁচড়াপাড়া ও নৈহাটির প্রায় ৫০ জন কাউন্সিলর। এ বার বিজেপিতে যোগ দিলেন পঞ্চায়েত সদস্যরা।