রাজ্যে ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হার। গত ২৪ ঘন্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ৬৬.৭৪ শতাংশ মানুষ। তবে চিন্তা বাড়াচ্ছে মহানগরী কলকাতা। মঙ্গলবার একদিনে স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতায় আক্রান্ত হয়েছেন ৭৭৮ জন। কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্তের সংখ্যা ৪৬২ জন। এদিকে ২৪ ঘন্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ২১৩৪ জন। মৃত্যু হয়েছে ৩৮ জনের। যদিও গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ২১০৫জন। অতএব রাজ্যে এখন সক্রিয় চিকিৎসাধীন, করোনা আক্রান্তের সংখ্যা ১৯, ৪৯৩জন। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২,৯৬৪জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ৪২,০২২জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪৪৯জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় কলকাতা থেকে ৭৭৮টি নতুন কেস পাওয়া যাওয়ায় শহরে মোট কেস বেড়ে দাঁড়িয়েছে ১৯,৫৩১। গত ২৪ ঘণ্টায় ৬০১জন সুস্থ হয়ে উঠছেন । তাই এখন সুস্থ হওয়ার সংখ্যা মোট ১২,৪৯২জন। এদিকে করোনা আক্রান্ত হয়ে কলকাতায় গত ২৪ ঘণ্টায় ১০জনের মৃত্যু হয়েছে। তাই এখনও পর্যন্ত কলকাতায় মোট ৭০৬জন মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। বর্তমানে কলকাতায় করোনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ৬৩৩৩জন। এদিন রাজ্যের মৃত্যুর নিরিখে কলকাতাকে ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে মৃত্যু হয়েছে ১৮ জনের। বাকি মৃতদের মধ্যে চারজন হাওড়া, একজন হুগলি, দুজন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা।
এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ১৭হাজার ২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮লাখ ৩৯হাজার ২১১টি। এখন রাজ্যে ৫৭টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এখনও পর্যন্ত এই পরিস্থিতিতে রাজ্যে এখন ৫৮২টি সরকারি একান্তবাস রয়েছেন ৩হাজার ৫১০জন। সরকারি একান্ত বাস থেকে ছুটি পেয়েছেন, ১লাখ ৪হাজার ৬১২জন। এখন বাড়িতে একান্তবাসে রয়েছেন ৩৩হাজার ৬২৮জন। হোম কোয়ারেন্টিনে নজর দারি শেষ হয়েছে, ৩লাখ ৬৮হাজার ২০৩জনের। নতুন করে রাজ্যে শুরু হয়েছে ‘সেফ হোম’ – এ রাখার প্রক্রিয়া। রাজ্যে ১০৬টি সেফ হোমে ৬ হাজার ৯০৮টি শয্যা রয়েছে। সেখানে রয়েছেন ১৪৭৪জন সামান্য উপসর্গ যুক্ত ব্যক্তি।