গ্রেফতার হলেন বিজেপির দুই সাংসদ ! বুধবার সকালে বিজেপির (BJP) তরফে এক বিজেপির মিছিল নিয়ে মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে গেলে গ্রেফতার হলেন কোচবিহারের সাংসদ নীশীথ প্রামাণিক (Nisith Pramanik) ও মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu)। এন আর সি বিরোধিতায় উন্মত্ত জনতা হাতে ঘর বাড়ি ভাঙচুরের ক্ষতিগ্রস্ত মানুষজনের সঙ্গে দেখা করতে হরিশ্চন্দ্রপুর গেলে ব্যারিকেড দিয়ে দেয় মালদা জেলা পুলিশ। সেই ব্যারিকেড পেরোতে গেলে পুলিশ দুই বিজেপি সাংসদ সহ বেশ কয়েকজন কর্মী সমর্থককে পুলিশ গ্রেপ্তার করেন।
রাজ্য জুড়ে গত কয়েক দিনে মালদহের বেশকিছু এলাকায় এনআরসি ও সিএবি নিয়ে চলছে ব্যাপক উত্তেজনা হয়। এরমধ্যে মালদার উত্তেজনাপ্রবণ এলাকাগুলির পর্যবেক্ষণে যান সাংসদ নিশীথ প্রামাণিক, স্থানীয় সাংসদ খগেন মুর্মু। সেখানে এলাকায় ঢুকতে গেলে গ্রেফতার হন তাঁরা।