শুক্রবার সাড়ম্বরে পালিত হল রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৪ তম জন্মতিথি। এদিন রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বেলুড় মঠেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি। এদিন ভোরে মঙ্গলারতির মধ্যে দিয়ে ঠাকুরের পূজা শুরু হয়। পরে সারাদিন মন্দিরে পূজা অর্চনা চলে। এদিন অবশ্য মঠে বিশেষ পূজার আয়োজন করা হয়েছিল। অন্যদিকে এদিন ভোর থেকেই বেলুড়ে ভক্তদের লম্বা লাইন চোখে পড়ে। বিভিন্ন সংগঠন, বিদ্যালয় থেকেও বহু মানুষ বেলুড় মঠে উপস্থিত হয়েছিল। এদিন মঠের পক্ষ থেকে ভক্তদের জন্য বিশেষ প্রসাদের ব্যাবস্থা করা হয়েছিল। ঠাকুরকে শ্রদ্ধা জানাতে এদিন সারাদিন বেলুড় মঠ ভক্তদের জন্য খোলা ছিল।
2019-03-09