দার্জিলিংয়ে সংখ্যাগরিষ্ঠ হল বিজেপি, এমনই আজ দাবি করলেন মুকুল রায়৷ আজ মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন ১৭ মোর্চা কাউন্সিলর৷
শনিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন এই ১৭ মোর্চা কাউন্সিলর, আর সেই সঙ্গে মুকুল রায় জানান, দার্জিলিংয়ে সংখ্যাগরিষ্ঠ বিজেপি৷ শুধু তাই নয় তিনি এও বলেন, ২-৪ দিনের মধ্যেই কৈলাস বিজয়বর্গীয়র নেতৃত্বে একটি বড় প্রদর্শন হবে, যেখান থেকে সরাসরি বার্তা দেওয়া হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে৷
এদিকে বদলের লক্ষ্যে তৃণমূল ছেড়ে বিজেপি শিবিরে যোগ দিচ্ছেন বিধায়ক-সাংসদ থেকে কর্মী- সমর্থকেরা৷ গতকালই শুবর্ধমানের কার্জন গেট চত্বরে বিজেপির দলীয় সভায় রায়না, খন্ডঘোষ ও বর্ধমান শহরের প্রায় তিন হাজার পুরুষ ও মহিলাকে বিজেপিতে যোগদান করিয়ে এই বিষয়ে আন্দোলনের ডাক দিলেন বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দী। এদিন বিকালে বর্ধমানের কার্জন গেটে বিজেপির দলীয় সভায় যোগদানকারীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার নৈহাটি রেল মাঠে বিজেপির এই বিজয় সমাবেশের অনুষ্ঠানে সাংসদ হিসেবে জয়ের জন্য দিলীপ ঘোষ এবং অর্জুন সিংকে সম্বর্ধনা জ্ঞাপন করে বিজেপির ব্যারাকপুর জেলা সংগঠনের শীর্ষ নেতৃত্বরা৷ এদিনের জনসভায় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছাড়া ও উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং, ভাটপাড়া পুরসভার বিজেপির পুরপ্রধান সৌরভ সিং, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি ফাল্গুনী পাত্র সহ কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক। বিজেপির এই বিজয় সমাবেশের অনুষ্ঠান মঞ্চেই এদিন উত্তর ২৪ পরগনার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৫ হাজার তৃণমূল কর্মী সমর্থক বিজেপিতে যোগ দেন৷