বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই ওরা কর্মহীন। ওদের কাজ হারানোর কারণ ওরা বিজেপি দলের কর্মী। ডায়মন্ড হারবার মহকুমায় ১৫০ জনের উপর যুবক বিভিন্ন বেসরকারি কর্মস্থান থেকে কর্মচ্যুত হয়েছে কারণ তারা বিজেপি করে। স্থানীয় তৃণমূল নেতাদের চাপে সংস্থা এদের বের করে দিয়েছে বলে অভিযোগ।
গত ২ মে ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্য জুড়ে হিংসার ঘটনা ঘটছে অভিযোগ করে সরব বিজেপি। এই মামলা হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্টেও পৌঁছেছে। তার মধ্যেই জানা যাচ্ছে ডায়মন্ড হারবার মহকুমায় বিভিন্ন বেসরকারি সংস্থায় কাজ করা ১৫০ জনের বেশি যুবক হঠাৎ কাজ হারিয়ে বেকার। বিজেপি নেতা দেবদত্ত মাজি নিজের টুইটার অ্যাকাউন্টে এই ঘটনার উল্লেখ করেছেন। তাঁর দাবি, স্থানীয় তৃণমূল নেতাদের হুমকির মুখে পড়ে বেশ কিছু বেসরকারি সংস্থা তাদের কর্মীদের ছাঁটাই করেছে। যাদের ছাঁটাই করা হয়েছে তারা প্রত্যেকেই বিজেপি কর্মী ও সমর্থক।
অরূপ মন্ডল, স্বরূপ দাস, সোমনাথ মিস্ত্রি, বিলাস সর্দাররা তাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। কিন্তু আজ তৃণমূলের হুমকির ভয়ে তাদের কর্মস্থল থেকে ছাঁটাই করা হয়েছে। ফলে দিশেহারা এই পরিবারগুলো। করোনার মতো পরিস্থিতিতে কিভাবে দুমুঠো ভাত জোগাড় হবে তা বুঝে উঠতে পারছে না তারা। সাময়িক ভাবে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিজেপি নেতা দেবদত্ত মাজি। তবে দেবদত্ত বাবুও প্রশ্ন তুলেছেন আর কত এই রকম ঘটনার সাক্ষী হতে হবে রাজ্যবাসীকে।