ভোটের মাত্র ১৫ দিন আগে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের বড় ভাঙন। বুধবার দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ইটাহারের তৃণমূল বিধায়ক তথা জেলা চেয়ারম্যান অমল আচার্য। শুধু অমল আচার্যই নয়, ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ তাঁদের বহু অনুগামীও বিজেপিতে যোগ দেন। ইটাহারে বুধবার বিজেপির রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীর তাঁদের হাতে বিজেপির পতাকা তুলে দেন। শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নেতা হিসাবেই পরিচিত ছিলেন অমল আচার্য।
এমনকি অমল আচার্যের উল্কা ক্লাবে তড়িঘড়ি ঘাস ফুলের পতাকা নামিয়ে গেরুয়া পতাকা লাগিয়ে দেওয়া হয়। সেই ক্লাবেই খোলা হয় বিজেপি নির্বাচনী কার্যালয়। যদিও উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, অমল আচার্য দল ছেড়ে গেলেও দলে কোনও প্রভাব পড়বেনা ভোটে। দলত্যাগী তৃণমূলের জেলা চেয়ারম্যান অমল আচার্যের বিষয়টি রাজ্য নেতৃত্বের কাছে রিপোর্ট আকারে পাঠানো হবে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে ইটাহার বিধানসভা কেন্দ্রে দুবারের তৃণমূল কংগ্রেস বিধায়ক অমল আচার্যকে। এবার প্রার্থী করেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। এবার জেলাপরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মুশাররফ হোসেনকে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো। আর তাতেই ইটাহারের তৃণমূল নেতা কর্মীরা ক্ষুদ্ধ হন। এদিকে টিকিট না পাওয়ায় তৃণমূলের যোগাযোগ বিচ্ছিন্ন করেন দুবারে বিধায়ক অমল আচার্য।