রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৩,বন্ধ করা হল ভূটানের সঙ্গে ব্যবসায়িক লেনদেন ও মানুষের যাতায়াত

দেশে করোনা আতঙ্কের মাঝে রাজ্যে ১৩জনের করোনা ভাইরাসের উপস্থিতি নতুন করে চিন্তার ভাঁজ ফেলল রাজ্যবাসীর মনে | পশ্চিমবঙ্গের ১৩জনের দেহে পাওয়া এই ভাইরাস আক্রান্ত রোগের চিকিৎসা হচ্ছে কলকাতারই বিভিন্ন সরকারি হাসপাতালে | করোনার পাশাপাশি সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়া রোগীও রয়েছে এখানে | এখনও অবধি ১০জনের দেহে সোয়াইন ফ্লুর ভাইরাস পাওয়া গিয়েছে| যদিও সংক্রমণর ভয়ে আগে থেকেই বন্ধ রাখা হচ্ছে রাজ্যের সমস্ত স্কুল | সোমবার ১৬ই মার্চ থেকে রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে |

স্কুলগুলিও প্রত্যেকে নিজের নিজের স্কুল ওয়েবসাইটের মাধ্যমে আগাম সতর্কতা জারি করেছে | কি করা উচিত আর কি নয় তার তালিকা দেওয়া হয়েছে | যদিও কেরালা বা কর্ণাটকের মত সংক্রমণের মত পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হয়নি ,তবুও কড়া নজর রাখা হচ্ছে বিমান বন্দরগুলিতেও | করোনার পাশাপাশি সোয়াইন ফ্লুয়ের প্রকোপকেও খুব হালকা ভাবে নিতে চাইছে না রাজ্য সরকার | তাই যে বেসরকারি হাসপাতালের আউটডোরে ১০জন রোগীর রক্তে সোয়াইন ফ্লু-র ভাইরাস পাওয়া গিয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট পাঠানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রকে |

করোনা সংক্রান্ত সতর্কতার মধ্যে রাজ্য সরকার সমস্ত সীমান্তে কড়া নজরজারি রেখেছে |ভারত থেকে কোন সামগ্রী বা মানুষের ভূটানে যাোয়ার উপর জারি হয় নিষেধাজ্ঞা | হিমালয়ান রেঞ্জে এক মার্কিনি নাগরিক করোনা পজিটিভ হওয়ার পর থেকেই যাতায়াত বন্ধ করা হয়েছে সেখানেও|আলিপুরদুয়ার প্রশাসনের তরফে ভূটানের সঙ্গে ব্যবসায়িক লেনদেন বন্ধ রাখার পৃথক নোটিশ করে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.