চোখে মুখে আতঙ্ক নিয়ে দিল্লি থেকে ফিরলেন ১৩জন রাজ্যবাসী

অশান্ত দিল্লির আতঙ্ক কাটিয়ে ঘরে ফিরলেন মুর্শিদাবাদ নওদার বাসিন্দারা। শুক্রবার সকালে এরা কালকা মেলে হাওড়া ফেরেন। এদের জন্য বাড়ি ফেরার গাড়ির ব্যবস্থা করা হয়েছিল। জিআরপি-র তরফ থেকেও এদের সহযোগিতা করা হয়। জিআরপি সূত্রের খবর মোট ১৩ জন এদিন মুর্শিদাবাদে ফিরলেন। দিল্লির সেই আতঙ্ক এখনও কাটেনি ঘরে ফিরে আসা এই রাজ্যের ১৩ যুবকের। ওদের চোখে-মুখে এখনও ভয়ের ছাপ যেন স্পষ্ট। শুক্রবার সকালে দিল্লি-কালকা মেলে এরা হাওড়া স্টেশনে আসেন ।

দিল্লির জাফরাবাদ ও লাগোয়া এলাকায় এরা গত কয়েক বছর ধরে রয়েছেন। তাদের বাড়ি মুর্শিদাবাদের নওদায়। কিন্তু কাজের সন্ধানে তারা দিল্লিতে রয়েছেন বহু বছর ধরেই। দিল্লির সাম্প্রতিক ঘটনায় এরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। বন্ধ হয়ে যায় কাজকর্ম। টানা তিনদিন কার্যত ঘরবন্দী হয়ে ছিলেন এরা।

একটি ঘরের মধ্যে কোনওমতে আটকে ছিলেন এরা। ছিল না কোনও খাবার। পানীয় জল। বাইরেও বেরোতে পারছিলেন না। দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়েছিল। রাতের বেলা বেশ কয়েকবার ঘরের দরজায় ধাক্কাও পড়েছে। কিন্তু কোনওরকম সাড়াশব্দ না করে প্রাণে বাঁচেছেন তারা। এদিন সেই ঘটনার কথা বলতে গিয়ে এখনও শিউরে উঠছেন এরা ।

এরপর এদের উদ্ধারের জন্য বিভিন্ন মহলে যোগাযোগ শুরু হয়। অবশেষে জেএনইউর পড়ুয়াদের একাংশ এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও সাংসদের উদ্যোগে এদের উদ্ধার করা হয়। বুধবার পুলিশ এদের উদ্ধার করে দিল্লিতেই নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। বৃহস্পতিবার ওল্ড দিল্লি স্টেশন থেকে হাওড়াগামী দিল্লি-কালকা মেলে তুলে দেওয়া হয়। শুক্রবার হাওড়া স্টেশনে আসার পর, দুপুরে তাদের পুলিশের পক্ষ থেকে এদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.