ফি বছরের মতো এবারও কালীপুজোর (Kali puja) রাতে বিভিন্নভাবে আইন ভঙ্গ করার দায়ে গ্রেফতার হয়েছে এক হাজারেরও বেশি আইনভঙ্গকারী। কলকাতা পুলিশের (Kolkata Police) দেওয়া তথ্য অনুযায়ী এক রাতে শহর থেকে গ্রেপ্তার হয়েছে ১১৯০ জন। কেউ নিষিদ্ধ শব্দ বাজি ফাটানোর জন্য, কেউ আবার বিভিন্ন মানুষের সঙ্গে অভব্য আচরণ করার দায়ে পাকড়াও হয়েছে। এছাড়াও জুয়া খেলায় অংশগ্রহণ করেও পুলিশের জালে পড়েছে বেশ কয়েকজন।
লালবাজার সূত্রের খবর, কলকাতা পুলিশের নটি ডিভিশনের মধ্যে নর্থ ডিভিশনে ১৯১ জনকে গ্রেফতার করা হয়েছে। সাউথ ডিভিশনে গ্রেপ্তার হয়েছে ১০৭ জন। সেন্ট্রাল ডিভিশনে গ্রেফতারের সংখ্যা১৪৫। ইস্ট সাবারবান ডিভিশনে ১৪৯ জন, ১৬৭ জন সাউথ ইস্ট ডিভিশনে পাকড়াও হয়েছে। সাউথ সাবারবান ডিভিশনে ১৬১ জন জালে পড়েছে পুলিশের। ১১৫ জন গ্রেপ্তার হয়েছে সাউথ ওয়েস্ট ডিভিশনে। পোর্ট এবং ইস্ট ডিভিশনে যথাক্রমে ৮৫ এবং ৭০ জন গ্রেফতার হয়েছে। কলকাতা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, দীপাবলি এবং দেওয়ালি উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা শহরজুড়েই রাখা হয়েছিল। অলিতে গলিতে চলেছিল নজরদারি। শব্দবাজির তান্ডব এড়াতে প্রচার সচেতনতামূলক কর্মসূচি ও চালিয়েছিল পুলিশ। তাদের বহু মানুষ সাড়াও দিয়েছেন। তবে অবাঞ্ছিত কিছু ঘটনা ঘটানোয় পুলিশ তৎপরতার সঙ্গে তার অভিযান চালিয়েছে। গ্রেপ্তার করেছে আইনভঙ্গ কারীদের। প্রতিমা বিসর্জনের সময় একইভাবে তৎপর থাকবে কলকাতা পুলিশ।
সূর্য সরকার।