দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজই রাজ্যে আসতে চলেছে কোভিশিল্ডের ভ্যাকসিন। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর আজ (মঙ্গলবার) দুপুরেই পুনে থেকে এসে পৌঁছবে কোভিশিল্ড ভায়াল।
এই ভায়াল কলকাতায় পৌছনোর পরেই যাবে বাগবাজারের কেন্দ্রীয় মেডিক্যাল স্টোরে। সেখান থেকে রাজ্যের কোল্ড স্টোরেজ পয়েন্টগুলিতে পৌঁছে দেওয়া হবে।
সূত্রের খবর আপাতত ৬৮ হাজার ৯০০ ভায়াল পাঠাবে কেন্দ্র। তাতে ৬ লক্ষ ৮৯ হাজার ডোজ দেওয়া সম্ভব হবে।
এ দিন কোল্ড চেন পয়েন্টে যে ভ্যাকসিন ভায়াল যাবে তা বাদ দিয়ে অতিরিক্ত ভ্যাকসিন পাঠানো হবে হেস্টিংসে কেন্দ্রীয় মেডিক্যাল স্টোর্সে। সেখান থেকেই ওই ভায়াল আবার চলে যাবে উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি অঞ্চলে।
সূত্রের খবর, আপাতত রাজ্যে চারহাজার ভ্যাকসিনেশন পয়েন্ট বা টিকাকরণ কেন্দ্র থাকবেষ প্রতিটি কেন্দ্রের দায়িত্বে থাকবেন চার টিকা অফিসার।
প্রথমে ভ্যাকসিন পাবেন পাঁচ লক্ষ আশি হাজার স্বাস্থ্যকর্মী, আড়াই লক্ষ পুলিশ এবং ১ লক্ষ ১২ হাজার পুরকর্মী।