২৬০ বেড়ে ভারতে করোনায় মৃত্যু ৬,০৭৫ জনের, সংক্রমিত ২,১৬,৯১৯

 ভারতে (India) করোনাভাইরাসের (coronavirus)প্রকোপ থামছেই না, কোনওভাবেই সংক্রমণ ও মৃত্যুতে রাশ টানা যাচ্ছে না। এক ধাক্কায় বৃহস্পতিবার ভারতে নতুন করে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯,৩০৪। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ২৬০ জন করোনা-সংক্রমিত রোগীর, যা এখনও পর্যন্ত সর্বাধিক। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৬,০৭৫ এবং সংক্রমিত ২,১৬,৯১৯ জন। ইতিমধ্যেই ভারতে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১,০৪,১০৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ২,১৬, ৯১৯ জন (সক্রিয় করোনা রোগী ১,০৬,৭৩৭)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬,০৭৫। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১,০৪,১০৭ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ৬,০৭৫ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৬৮ জনের মৃত্যু হয়েছে, অসমে ৪ জনের, বিহারে ২৫ জনের, চন্ডীগড়ে ৫ জন, ছত্তিশগড়ে দু’জন, দিল্লিতে ৬০৬ জনের, গুজরাটে ১১২২ জনের, হরিয়ানায় ২৩ জনের, হিমাচল প্রদেশে ৫ জনের, জম্মু-কাশ্মীরে ৩৪ জনের, ঝাড়খণ্ডে ৫ জনের, কর্ণাটকে ৫৩ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ১১ জন, লাদাখে একজন, মধ্যপ্রদেশে ৩৭১ জন, মহারাষ্ট্রে ২,৫৮৭ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ৭ জনের, পঞ্জাবে ৪৭ জন, রাজস্থানে ২০৯ জনের, তামিলনাড়ুতে ২০৮ জন, তেলেঙ্গানায় ৯৯ জন, উত্তরাখণ্ডে ৮ জন, উত্তর প্রদেশে ২২৯ জন এবং পশ্চিমবঙ্গে ৩৪৫ জন প্রাণ হারিয়েছেন।মহারাষ্ট্রের পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে এগোচ্ছে। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত করোনা-আক্রান্তের সংখ্যা ৭৪,৮৬০, দিল্লিতে ২৩,৬৪৫ তামিলনাড়ুতে ২৫,৮৭২, অন্ধ্রপ্রদেশে ৪০৮০ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩৩ জন ( প্রত্যেকেই সুস্থ) অরুণাচল প্রদেশে ৩৮ জন, অসমে ১৬৭২ জন, বিহারে ৪৩৯০ জন, চন্ডীগড়ে ৩০১ জন, ছত্তিশগড়ে ৬৬৮ জন, দাদর নগর হাভেলিতে ৮ জন, গোয়ায় ৭৯ জন, গুজরাটে ১৮,১০০ জন, হরিয়ানায় ২৯৫৪ জন, হিমাচল প্রদেশে ৩৫৯ জন, জম্মু-কাশ্মীরে ২৮৫৭ জন, ঝাড়খণ্ডে ৭৫২ জন, কেরলে ১৪৯৪, কর্ণাটকে সংক্রমিত ৪০৬৩ জন, লাদাখে ৯০ জন, মধ্যপ্রদেশে ৮৫৮৮ জন, মণিপুরে ১১৮ জন, মেঘালয় ৩৩ জন, মিজোরামে ১৪ জন, নাগাল্যান্ডে ৫৮ জন, ওডিশায় ২৩৮৮ জন, পুদুচেরিতে ৮২ জন, পঞ্জাবে ২৩৭৬ জন, রাজস্থানে ৯৬৫২ জন, সিকিম একজন, তেলেঙ্গানায় ৩০২০ জন, ত্রিপুরায় ৪৬৮ জন, উত্তরাখণ্ডে ১০৮৫ জন, উত্তর প্রদেশে ৮৭২৯ এবং পশ্চিমবঙ্গে ৭৪৮৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.