শুক্রবার রাত থেকেই মেঘের গর্জন শুনে ঘুমোতে গিয়েছেন অনেকে। তবে শহরের বুক ভিজিয়ে স্বস্তির বৃষ্টি নামবার অপেক্ষাতে রয়েছে তিলোত্তমাবাসী। এখন অপেক্ষা, আকাশ ভাঙা বৃষ্টির। সকাল থেকে আকাশের গুমোট অবস্থা অবশ্য সেরকমই বার্তা নিয়ে আসছে।
শনিবারের বার বেলা কাটতেই বিকেল-সন্ধ্যের দিক থেকে নামতে পারে বৃষ্টি। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার সন্ধ্যে নামতেই বৃষ্টি শুরু হতে পারে কলকাতা শহর জুড়ে। সঙ্গে কলকাচার পার্শ্ববর্তী এলাকাগুলিতেও বৃষ্টির প্রভাব পড়বে। তবে আবহাওয়া দফতর সূত্রের জানানো হয়েছে, শনিবার আংশিক মেঘলা থাকবে আকাশ। সারাদিনে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, সন্ধ্যের দিকে বৃষ্টি হবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া পূর্বাভাস। ফলে কলকাতায় রবিবাসরীয় ছুটির মেজাজ শনিবার সন্ধ্য়ে থেকেই জমজমাট হতে চলেছে বৃষ্টির সঙ্গে।