‘পরিকল্পনা করে হামলা চালানো হয়েছে, ভাইপোর গুন্ডারা পুলিশকে ভয় পায় না’, বৃহস্পতিবার ডাযমন্ডহারবারের শিরাকোলে বিজেপির কনভয়ে হামলা নিয়ে এভাবেই নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনায় বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়।
বৃহস্পতিবার নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ডায়মন্ডহারবারে যাচ্ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নাড্ডার সঙ্গেই অন্য গাড়িতে যাচ্ছিলেন দিলীপ ঘোষ, কৈলাীশ বিজয়বর্গীয়, অনুপম হাজরারা। শিরাকোলে কনভয় পৌঁছোতেই রাস্তার দুধার থেকে ইটবৃষ্টি শুরু হয় বলে অভিযোগ। জেপি নাড্ডার গাড়ি ঘিরে শুরু হয় বিক্ষোভ। এরই মধ্যে পরপর গাড়ির কাচে ধেয়ে আসে ইট, কাচের বোতল।
একের পর এক গাড়িতে বেপরোয়াভাবে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। কাচের বোতলের টুকরো লেগে জখম হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী।
চোট পেয়েছেন কৈলাশ বিজয়বর্গীয়ও। বিজেপি নেতা অনুপম হাজরার গাড়িতেও চলে ভাঙচুর। বাদ যায়নি সংবাদমাধ্যমের গাড়িও। রাস্তার দুপাস থেকে উড়ে আসা ইটের ঘায়ে বেশ কয়েকটি সংবাদমাধ্যমের গাড়ির কাচও ভেঙে যায়।
বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়ের অভিযোগ, ‘‘টার্গেট করে হামলা হয়েছে। বিরোধীদের আটকানোর চেষ্টা। চারপাশ ঘিরে ধরে হামলা। আমার গাড়িও ভাঙচুর হয়েছে। কনভয় লক্ষ্য করে দুপাশ থেকে ইটবৃষ্টি হয়। গণতন্ত্রকে খুন করা হয়েছে। ভাইপোর গুন্ডাদের পুলিশের ভয় নেই। পুলিশের সামনেই হামলা হয়েছে। জনতা এর জবাব দেবে।’’