জলপাইগুড়ির মালবাজারে প্রতিমা নিরঞ্জনের সময় হড়পা বানে তলিয়ে মৃত বেড়ে দাঁড়াল ৮। এখনও নিখোঁজ ৩০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
বিজয়া দশমীর দিন জলপাইগুড়ির মালবাজারে মাল নদীতেও চলছিল দুর্গা প্রতিমা বিসর্জনের পর্ব। সূত্রের খবর, দশমীর রাতে প্রায় সাড়ে আটটা নাগাদ হঠাৎই বিপর্যয়। মালনদীতে হড়পা বান ভাসিয়ে নিয়ে যায় সবকিছু। বিসর্জনে আসা মহিলা-শিশু সহ প্রায় ৩০ জন নিখোঁজ হয়ে যান বলে খবর। উদ্ধারে নামে বিপর্যজ মোকাবিলা বাহিনী এনডিআরএফ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান।
বিজয়া দশমীর সন্ধেয় মাল নদীতে চলছিল বিসর্জনরে পর্ব। মূলত মালবাজার শহর এবং সংলগ্ন এলাকার দুর্গাপুজোগুলির বিসর্জন হয় মাল নদীতে। বুধবার সন্ধেয় সেই বিসর্জনের বিষাদের মাঝেই ভয়ঙ্কর বিপত্তি। মালনদীতে হড়পা পানে চোখের পলকে ভয়ঙ্কর স্রোতে তছনছ সবকিছু। প্রাথমিক অনুমান, সিকিমের পাহাড়ে বৃষ্টির জেরেই হঠাৎ করে নদীতে হড়পা বান আসে।
স্থানীয়রা জানাচ্ছেন, বিসর্জন উপলক্ষে সেই সময় নদীর ঘাটে প্রায় হাজার খানেক মানুষ উপস্থিত ছিলেন। জলের স্রোতে ভেসে গিয়ে কপক্ষে আট জনের মৃত্যু হয়েছে বলে খবর। শিশু-মহিলা সহ প্রায় ৩০ জন নিখোঁজ হয়ে যান বলে খবর। প্রত্যক্ষদর্শীদের ক্যামেরায় ধরা পড়েছে সেই ভয়ঙ্কর ঘটনার ছবি। স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে আহত ১৩ জনের। বাকিদের খোঁজে জারি তল্লাশি।