তিনি তৃণমূল নেতা। তিনি কেন পয়সা দেবেন? বিনা পয়সায় মালপত্র বইতে হবে। এমন ফতোয়া না মানায় ভ্যান চালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
ধাপার দুর্গাপুরের এই ঘটনাকে ঘিরে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। এদিকে এই ঘটনায় ওই তৃণমূল কর্মীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযুক্ত ব্যক্তি কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুলিশ ইতিমধ্যেই অপর এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তার নাম পাঁচু মণ্ডল। কিন্তু মূল অভিযুক্ত তারক মণ্ডলের খোঁজে তল্লাশি চলছে।
আক্রান্তের অভিযোগ, আসলে তারক এলাকায় তোলাবাজি করে। বিনা পয়সা মালপত্র বয়ে নিয়ে যেতে বলে। আর তার প্রতিবাদ করলেই জোটে মারধর। সোমবার সন্ধ্যাতেও ধাপার কাছে ভ্যান নিয়ে দাঁড়িয়ে ছিলেন রঞ্জন পোড়েল নামে ওই ব্যক্তি। সেই সময় হাজির হয় তারক মণ্ডল, পাঁচু মণ্ডল সহ কয়েকজন। বিনা পয়সা মালপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য তারা নির্দেশ দেয়।
এরপরই শুরু হয় বচসা। আর তারপরই তারক ও তার সঙ্গীরা ঝাঁপিয়ে পড়ে। চলে বেধড়ক মার। একেবারে মাটিতে ফেলে মারধর। তার মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরে এসএসকেএমে চিকিৎসা করাতে হয় তাকে।