মহারাষ্ট্রের পালঘরের ধাঁচে মায়াপুরে ৩ সাধুকে হত্যার চেষ্টা! ঘটনায় উত্তপ্ত নদিয়া। তিন মুসলিম যুবকের বিরুদ্ধে সাধুদের খুনের চেষ্টার অভিযোগে নবদ্বীপ থানায় স্মারকলিপি দেওয়া হয়েছে। ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদের আর্জি জানিয়েছেন ভারত সেবাশ্রম সংঘের ‘হিন্দু মিলন মন্দির’ – এর মুখ্য সর্ব ভারতীয় সংগঠক স্বামী গুরুপদানন্দ।
আরএসএস’ এর স্থানীয় শাখার তরফে ধুবুলিয়া, কোতোয়ালি ও নবদ্বীপ থানায় স্মারকলিপি দেওয়ার কথা জানিয়ে বলা হয়েছে, শনিবার মায়াপুর ফাঁড়িতে স্মারকলিপি দেওয়া হয়েছে। সাধুদের জামিন হলেই তাদের দিয়ে খুনের চেষ্টার মামলা দায়ের করা হবে। পুলিশ ব্যবস্থা গ্রহণ না করলে জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে। আবদুল হালিম শেখ, রুবেল শেখ এবং হিরু শেখ নামে যে তিন জন জেহাদি হাজার খানেক জেহাদিকে উস্কানি দিয়েছিল, তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এদের মধ্যে রুবেল নিষিদ্ধ সংগঠন পিএফআই’ এর সদস্য বলে খবর পাওয়া গেছে।
পুলিশের কাছে অভিযোগপত্রে লেখা হয়েছে, ‘সনাতন ধর্ম সাধনের অন্যতম মুখ্য অঙ্গ ‘মাধুকরী’ – ভিক্ষা সংগ্রহ করবার উদ্দেশ্যে শুক্রবার বামনপুকুর বাজার ও তার সন্নিহিত অঞ্চলে ভিক্ষা করতে গিয়েছিলেন সাধু লক্ষ্মণ ঘোষ, সাধু নিমাই ঘোষ ও সাধু রঞ্জন দাস। তাঁরা প্রতি সপ্তাহে একদিন সেখানে ভিক্ষা সংগ্রহ করেন। সনাতন ধর্মকে অবমাননা করার উদ্দেশ্য ও তাঁদের ধর্মীয় কার্যকলাপ বন্ধ করার জন্য সেই অঞ্চলের আব্দুল হালিম, পিতা- আনার আলি; রুবেল শেখ, পিতা-নিয়াকত শেখ; হীরু শেখ, পিতা- নূর আলি সহ একাধিক হিংস্র, ধর্মবিদ্বেষী দুষ্কৃতী ওই সাধুদের অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর, তাদের ভিক্ষা সামগ্রী ও অর্থ অপহরণের পর তাদের ঘরে আটক করে। চক্রান্ত মূলক মিথ্যা মামলায় ফাঁসায়। এই সংগঠিত সনাতন বিরোধী অপরাধের ও হিংসা ছড়ানোর বিরুদ্ধে অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি’।