গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দিরে গিয়ে মায়ের পুজোর্চনা করেছেন কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্ৰী অমিত শাহ। রবিবার সকাল ঠিক দশটায় মন্দিরে গিয়ে প্রায় দশ মিনিটের মধ্যে কামাখ্যা মায়ের পুজো দিয়ে মণিপুরের রাজধানী ইমফলের উদ্দেশে যাত্রা করেছেন অমিত। কামাখ্যা মন্দিরে তাঁর সঙ্গ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এবং সাধারণ ও পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।
আজ সকালে আমিনগাঁওয়ে অবস্থিত লোকনিৰ্মাণ (পূর্ত) দফতরের পরিদৰ্শন বাংলা থেকে ঠিক দশটায় নীলাচল পাহাড়ে কামাখ্যা মন্দিরে যান অমিত শাহ। মন্দিরের গৰ্ভগৃহে তিনজন পুরোহিতকে নিয়ে পুজো দেন তিনি। সে সময় মন্দিরের বাইরে অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সনোয়াল এবং অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা। পুজো দিয়ে মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে সঙ্গে নিয়ে গোটা মন্দির পরিক্ৰমা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রসঙ্গত, গত শুক্রবার মধ্যরাতে তিনদিনের অসম ও মণিপুর সফরের উদ্দেশ্যে গুহায়াটি বিমানবন্দরে অবতরণ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। গতকাল শনিবার গুয়াহাটির আমিনগাঁওয়ে চারটি উচ্চাভিলাষী প্রকল্পের উদ্বোধন করেছিলেন তিনি। এছাড়া মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সনোয়াল এবং সাধারণ ও পুলিশ প্রশাসনের সঙ্গে রাজ্যের আইন-শৃ্ঙ্খলা পরিস্থিতি নিয়ে এক পৰ্যালোচনা বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আজ ইমফল গিয়ে বিকেলের দিকে চূড়াচাঁদপুরে একটি মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশাপাশি মণিপুরে সাতটি বৃহৎ প্ৰকল্পের শিলান্যাস করবেন। এছাড়া থাউবাল বাঁধের উদ্বোধন করে বিষ্ণুপুর-টুপুল-থাউবাল-কাসম খুলেন সড়ক জনতার উদ্দেশ্যে উৎসর্গ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
2020-12-27