ক্রমাগত আতঙ্ক বাড়াচ্ছে অদৃশ্য ভাইরাস করোনা। আক্রান্তের পাশাপাশি সস্থি দিচ্ছে সুস্থতার হারও।গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত ২,৯৯৩ জন । অন্যদিকে একদিনে সুস্থ হয়ে উঠেছে ৩,৩১৮।
সোমবার স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিনে এমনটাই জানানো হয়েছে। স্বাস্থ্য দফতরের বুলেটিনের মাধ্যমে আরও জানা যাচ্ছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হলেন ২,৯৯৩ জন। ফলে রাজ্যে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৬২,৭৭৮ জন। একদিনে করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন ৩,৩১৮ জন।মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১,৩৪,২৭০ জন। সংক্রমিতের নিরিখে এখনও পর্যন্ত ৮২.৪৯ শতাংশ মানুষ করোনাকে হারিয়ে সুস্থভাবে বাড়ি ফিরেছেন। নতুন করে মৃত্যু হয়েছে ৫২ জনের। রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৩,২২৮ জন । এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোভিড-১৯ সক্রিয় রয়েছে ২৫,২৮০ জনের শরীরে। রাজ্যে মোট ১৮,৮৭,৬৩৫ টি করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪২,২৩৯ স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে করোনার।