করোনা ভাইরাস: রাজ্যের সব হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশ স্বাস্থ্য দফতরের

দেশে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা৷ দেশের পাশাপাশি উদ্বিগ্ন রাজ্যের স্বাস্থ্য দফতরও৷ জারি করা হল নতুন নির্দেশিকা৷

স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় রাজ্যের সব হাসপাতালগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে৷ করোনা সন্দেহ হলেই বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ তৈরি রাখতে বলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড৷

কেন্দ্র ও রাজ্যের তরফে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। রাজ্যের হেল্পলাইন নম্বরটি হল +৯১১১২৩৯৭৮০৪৬। করোনা সংক্রান্ত যে কোনও তথ্য এই নম্বরে ফোন করে জানা যাবে৷ স্বাস্থ্য দফতরের ওয়েব সাইটেও (https://www.wbhealth.gov.in/contents/corona_virus) এই নিয়ে একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে৷

আতঙ্কের প্রহর গোনা শুরু হয়েছিল মাস খানেক আগে থেকেই। অবশেষে সেই আতঙ্ক পা দিল ভারতের মাটিতে। বুধবার সকালেই স্বাস্থ্যমন্ত্রী জানালেন, ভারতে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখা ২৮। এর মধ্যে তিনজন সুস্থ হয়ে গিয়েছেন, চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

এরপরই স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে একগুচ্ছ গাইডলাইন দেওয়া হয়েছে। ট্যুইটার পেজে পোস্ট করা হয়েছে একের পর এক নির্দেশিকা। কীভাবে ছড়ায় এই ভাইরাস, কীভাবে সাবধান হওয়া সম্ভব, সব বিবরণই রয়েছে তাতে।

কীভাবে ছড়ায় এই ভাইরাস?

অসুস্থ ব্যক্তির সাধারণত ঠাণ্ডা লাগার লক্ষণ দেখা যায়। তিনি যদি হাঁচেন বা কাশেন, তাহলে তাঁর সেই হাঁচ বা কাশি থেকে ভাইরাস ঢুকতে পারে সুস্থ মানুষের শরীরে। সুস্থ মানুষের চোখ, নাক ও মুখ দিয়ে ঢুকতে পারে সেই ভাইরাস।

কতটা দূরত্ব বজায় রাখবেন?

আক্রান্ত হওয়ার আশঙ্কা এড়াতে পাশের ব্যক্তির সঙ্গে অন্তত ১ মিটার বা ৩ ফুটের দূরত্ব রাখা উচিৎ।

কোন কোন জিনিস থেকে ছড়াতে পারে ভাইরাস?

ভাইরাস ছড়ানো কয়েক সেকেন্ডের ব্যাপার। মুহূর্তের মধ্যে ছড়িয়ে যেতে পারে ভাইরাস। তাই কয়েকটি জিনিস থেকে সাবধানে থাকা অত্যন্ত জরুরি।

সেগুলি হল, পেন, দরজার নব, ট্রেনের হাত রাখার জায়গা, চায়ের কাপ, টিস্যু, সিঁড়ির হাতল, লিফটের সুইচ, কম্পিউটারের মাউস, চামচ বা চপস্টিক।

ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জন। এর মধ্যে কেরলে আক্রান্তের সংখ্যা ৩। যাদের গত সপ্তাহেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং চলতি সপ্তাহে গোটা দেশে মোট ২৫ জন ব্যক্তির শরীরে করোনা ভাইরাস ধরা পড়ার খবর পাওয়া গিয়েছে। বুধবার সকালে একটি সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন সিং এই খবর জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৬ জন। কিন্তু বুধবার সকাল পর্যন্ত সেই সংখ্যা একলাফে বেড়ে দাঁড়িয়েছে ২৮। এরমধ্যে ৩ জন কেরলের করোনা আক্রান্ত ব্যক্তি। যাদের চিকিৎসার পর গত সপ্তাহেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার পর্যন্ত, ৩ হাজার ১১৯ জন মারা গেছেন। বিশ্বজুড়ে ৯০ হাজার ৪৪১ জনেরও বেশি মানুষকে এই ভাইরাস সংক্রামিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.