মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের নোটিশ পাঠাল জাতীয় নির্বাচন কমিশন। এই নিয়ে দ্বিতীয়বার। ১০ এপ্রিল, শনিবারের মধ্যে মমতার ব্যাখ্যা চাওয়া হয়েছে। গত ২৮ মার্চ এবং ৭ এপ্রিল কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে ‘বেফাঁস’ মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্যের প্রেক্ষিতে ১০ এপ্রিলের মধ্যে মমতার ব্যাখ্যা চেয়েছে নির্বাচন কমিশন।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৭ এপ্রিল কোচবিহার উত্তরের সভায় তৃণমূল নেত্রীকে বলতে শোনা যায়, “কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অশান্তি করতে এলে একদল ওদের ঘিরে ফেলুন। আরেক দল ভোট দিতে যান। কারা এই কাজ করছে, তাদের নাম লিখে রাখুন।” এর আগে গত ২৮ মার্চও কেন্দ্রীয় বাহিনী নিয়ে একই ধরনের মন্তব্য করার অভিযোগ রয়েছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। যা নিয়ে প্রবল আপত্তি কমিশনের।
গত ২৮ মার্চ এবং ৭ এপ্রিল কেন্দ্রীয় বাহিনী নিয়ে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছিলেন, তার প্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচন কমিশন। যাতে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতার মন্তব্য ‘দুর্ভাগ্যজনক’। কেন তিনি এই ধরনের মন্তব্য করলেন? তা ব্যাখ্যা করতে হবে তৃণমূল নেত্রীকে। এই ব্যাখ্যা দিতে হবে ১০ এপ্রিলের মধ্যে। অর্থাৎ ২৪ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রীকে নির্বাচন কমিশনের নোটিসের জবাব দিতে হবে।
2021-04-09