আমিরশাহি লেগের আগে পর্যন্ত চলতি আইপিএলের পয়েন্ট টেবিলে সুবিধাজনক জায়গায় ছিল মুম্বই ইন্ডিয়ান্স। তবে দ্বিতীয়ার্ধের প্রথম দু’টি ম্যাচে বড় ব্যবধানে হেরে বিপাকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পরপর দু’টি ম্যাচে একতরফা হারের ফলে শুধু লিগ টেবিলেই পিছিয়ে যেতে হয়নি রোহিত শর্মাদের, বরং নেট রান-রেটেও বিস্তর প্রভাব পড়েছে।
উল্লেখযোগ্য বিষয় হল, ফিটনেস নিয়ে সমস্যা থাকায় প্রথম ম্যাচে রোহিত মাঠে নামতে পারেননি। পরে কেকেআরের বিরুদ্ধে তিনি দলে ফেরেন। তবে দলের নির্ভরযোগ্য অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া সিএসকে এবং নাইট রাইডার্স, দু’টি ম্যাচেই মাঠের বাইরে ছিলেন। এমন অবস্থায় দরকারের সময় হার্দিক পান্ডিয়ার ফিটনেস নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিলেন জাহির খান। বলাবাহুল্য, জাহিরের ইঙ্গিত মুম্বই সমর্থকদের খুশি করবে সন্দেহ নেই। ট্রেন্ডিং স্টোরিজ
সংবাদ সংস্থা এএনআইকে হার্দিক পান্ডিয়ার ফিটনেস প্রসঙ্গে জাহির বলেন, ‘আজ আমাদের অনুশীলন রয়েছে। অনুশীলনে সবকিছু দেখার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। ও (হার্দিক) অনুশীলন শুরু করেছে। এটুকুই আপনাদের জানাতে পারি। আমরা আশা করছি ও ফিট হয়ে উঠবে এবং আরসিবির বিরুদ্ধে পরের ম্যাচে ওকে পাওয়া যাবে।’
উল্লেখ্য, মুম্বই ইন্ডিয়ান্স রবিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে।