Yashpal Sharma: ক্রিকেটে প্রথম বিশ্বজয়ী ভারতীয় দলের অন্যতম সৈনিক যশের ইনিংস থেমে গেল ৬৬ বছরে

প্রয়াত হলেন ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী দলের সদস্য যশপাল শর্মা। মঙ্গলবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল মাত্র ৬৬ বছর।

ভারতের হয়ে ৩৭টি টেস্ট খেলেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ১৯৭৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয় তাঁর।

আন্তর্জাতিক ক্রিকেটে দুটি শতরান সহ ১৬০৬ রান করেছেন তিনি। ন’টি অর্ধ শতরান রয়েছে তাঁর। একদিনের ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭৮ সালে অভিষেক করেন তিনি। একদিনের ক্রিকেটে ৮৮৩ রান করেছেন যশপাল। ১৯৮৩-র বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ১১৫ বলে ৬১ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। এর পাশাপাশি অ্যালান ল্যাম্বকে রান আউটও করেন যশপাল।

রঞ্জি ট্রফিতে পঞ্জাব, হরিয়ানা ও রেলওয়েজের হয়ে ১৬০টি ম্যাচ খেলেছেন এই প্রাক্তন ক্রিকেটার। খেলা ছাড়ার পর বিসিসিআই-য়ের বিভিন্ন পদে ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.