প্রথম টেস্টের পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টেও আত্মসমর্পণ করে হার মানে বাংলাদেশ। ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে দক্ষিণ আফ্রিকা নিজেদের অবস্থান আরও মজবুত করে। অন্যদিকে বাংলাদেশ লিগ টেবিলে একেবারে শেষের সারিতেই পড়ে থাকে।
পোর্ট এলিজাবেথে জয়ের পরে দক্ষিণ আফ্রিকা ৭ টেস্টে ৭১.৪২ শতাংশ হারে ৬০ পয়েন্ট সংগ্রহ করেছে। তারা রয়েছে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা ভারতের থেকে শতকরা হারে নিজেদের ব্যবধান আরও কিছুটা বাড়িয়ে নেয় দক্ষিণ আফ্রিকা। ভারত ১১ টেস্টে ৫৮.৩৩ শতাংশ হারে ৭৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে যায়। শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ৮ টেস্টে তাদের সংগ্রহে রয়েছে ৭৫.০০ শতাংশ হারে ৭২ পয়েন্ট।
৭টি টেস্টে ৫২.৩৮ শতাংশ হারে ৪৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে পাকিস্তান। ৪ টেস্টে ৫০.০০ শতাংশ হারে ২৪ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা অবস্থান করছে পাঁচ নম্বরে। ৬টি টেস্টে ৩৮.৮৮ শতাংশ হারে ২৮ পয়েন্ট সংগ্রহ করে ছয় নম্বরে জায়গা ধরে রেখেছে নিউজিল্যান্ড।
ওয়েস্ট ইন্ডিজ ৭টি টেস্টে ৩৫.৭১ শতাংশ হারে ৩০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে। বাংলাদেশ আপাতত লিগ টেবিলের আট নম্বরে জায়গা করে নিয়েছে। তাদের সংগ্রহে রয়েছে ৬টি টেস্টে ১৬.৬৬ শতাংশ হারে ১২ পয়েন্ট। ১২টি টেস্টে ১২.৫৫ শতাংশ হারে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একেবারে শেষে ৯ নম্বরে রয়েছে ইংল্যান্ড।
উল্লেখ্য, গতবারের মতো এবারও পয়েন্টের নিরিখে নয়, বরং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট নির্ধারণ করা হবে সংগৃহীত পয়েন্টের শতকরা হার অনুযায়ী। সেই মতোই নির্ধারিত হয়েছে ক্রমতালিকা। টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দ্বি-পাক্ষিক সিরিজগুলির শেষে লিগ টেবিলের প্রথম দু’টি স্থানে থাকা দল ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে।