টোকিওর ট্র্যাকে দুরন্ত পারফর্ম্যান্সের পুরস্কারস্বরূপ অলিম্পিক্সের সোনার মেডেল গলায় ঝুলিয়েছেন নীরজ চোপড়া। এবার টোকিওয় সোনা জয়ের স্বীকৃতি মিলল জ্যাভেনিল থ্রো-র বিশ্বব়্যাঙ্কিংয়ে।
টোকিও অলিম্পিক্সে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় জ্যাভেলিন থ্রোয়ার বিশ্বব়্যাঙ্কিংয়ে বড়সড় লাফ দিলেন। প্রথম দশের বাইরে থেকে এক লাফে দু’নম্বরে চলে এলেন নীরজ। অলিম্পিক্সের আগে নীরজের বিশ্বব়্যাঙ্কিং ছিল ১৬। অলিম্পিক্সের সাফল্যই ২৩ বছর বয়সী ভারতীয় অ্যাথলিটকে এনে ফেলে প্রথম সারিতে। তিনি উন্নতি করেন ১৪ ধাপ।
এই মুহূর্তে নীরজের সামনে রয়েছেন কেবল জার্মানির জোহানেস ভেটের, যাঁর সংগ্রহে রয়েছে ১৩৯৬ পয়েন্ট। বর্তমানে নীরজের পকেটে রয়েছে ১৩১৫ পয়েন্ট। সুতরাং, ধারাবাহিকতা বজায় রাখলে ভারতীয় তারকা জার্মান অ্যাথলিটকে টপকে এক নম্বরে পৌঁছে যেতে পারেন।