ক’দিন আগে বাংলাদেশ সফরের টি-২০ সিরিজে লেজে-গোবরে হতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। ঘরের মাঠে অজিদের কার্যত নাকানি-চোবানি খাইয়েছিলেন শাকিব আল হাসানরা। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফর্ম্যান্স জারি রাখল বাংলাদেশ। কিউয়িদের সিরিজের প্রথম টি-২০ ম্যাচে মাত্র ৬০ রানে অল-আউট করে দেয় মাহমুদুল্লাহর নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
মীরপুরের শের-ই-বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। যদিও উইলিয়ামসনের বদলে কিউয়িদের নেতৃত্ব দিতে নামা টম লাথামের এই সিদ্ধান্ত কতটা সঠিক ছিল, তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। কেননা, ইনিংস তথা ম্যাচের প্রথম ওভার থেকেই উইকেট খোয়াতে থাকে কিউয়িরা।ট্রেন্ডিং স্টোরিজ
পাওয়ার প্লে’র ৬ ওভারে নিউজিল্যান্ড ৪ উইকেটের বিনিময়ে মাত্র ১৮ রান তোলে। ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকা কিউয়িরা দলগত ৫০ রান পূর্ণ করে ইনিংসের ১৩.৪ ওভারে। শেষমেশ টেস্টের বিশ্বচ্যাম্পিয়নরা প্রথম টি-২০ ম্যাচে ১৬.৫ ওভারে অল-আউট হয়ে যায়।
দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন ক্যাপ্টেন টম লাথাম ও হেনরি নিকোলস। বাকিরা কেউই দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি। টম ব্লান্ডেল ২, রাচিন রবীন্দ্র ০, উইল ইয়ং ৫, কলিন ডি’গ্র্যান্ডহোম ১, কল ম্যাককঞ্চি ০, ডাগ ব্রেসওয়েল ৫, আজাজ প্যাটেল ৩, ব্লেয়ার টিকনার অপরাজিত ৩ ও জেকব ডাফি ৩ রান করেন।
বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর ১৩ রানে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নিয়েছেন শাকিব আল হাসান, নাসুম আহমেদ ও মহম্মদ সইফুদ্দিন। ১টি উইকেট মেহেদি হাসানের।