Women’s World Cup: নিজেরা লজ্জায় ডুবে ধোনির ভারতকে হতাশার নজির থেকে মুক্তি দিল ওয়েস্ট ইন্ডিজ

1/5ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি মহিলা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে তিনশো রানের গণ্ডি টপকে যায় অস্ট্রেলিয়া। ৪৫ ওভারে কমে দাঁড়ানো ইনিংসে অজিদের সংগ্রহ ৩ উইকেটে ৩০৫ রান। মেয়েদের ওয়ান ডে টুর্নামেন্টের নক-আউটে ৩০০ রানের গণ্ডি টপকানো প্রথম দলে পরিণত হয় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার ৩ উইকেটে ৩০৫ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৩৭ ওভারে ১৪৮ রানে অল-আউট হয়ে যায়। তারা সেমিফাইনাল ম্যাচ হেরে বসে ১৫৭ রানের বিশাল ব্যবধানে। ছেলেদের হোক বা মেয়েদের, কোনও বিশ্বকাপের সেমিফাইনালে এই প্রথম কোনও দল ১০০ রানের বেশি ব্যবধানে ম্যাচ হারল। সেদিক থেকে মহেন্দ্র সিং ধোনির ভারতকে লজ্জার নজির থেকে মুক্তি দিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৫ সালে সিডনিতে ছেলেদের বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে সব থেকে বেশি ৯৫ রানের ব্যবধানে পরাজিত হয়েছিল ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল।
2/5অস্ট্রেলিয়ার ৩ উইকেটে ৩০৫ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৩৭ ওভারে ১৪৮ রানে অল-আউট হয়ে যায়। তারা সেমিফাইনাল ম্যাচ হেরে বসে ১৫৭ রানের বিশাল ব্যবধানে। ছেলেদের হোক বা মেয়েদের, কোনও বিশ্বকাপের সেমিফাইনালে এই প্রথম কোনও দল ১০০ রানের বেশি ব্যবধানে ম্যাচ হারল। সেদিক থেকে মহেন্দ্র সিং ধোনির ভারতকে লজ্জার নজির থেকে মুক্তি দিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৫ সালে সিডনিতে ছেলেদের বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে সব থেকে বেশি ৯৫ রানের ব্যবধানে পরাজিত হয়েছিল ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল।
ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন হিসেবে মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে সব থেকে বেশি ৩৩টি ম্যাচে পরাজিত হওয়ার লজ্জাজনক নজির গড়েন স্টেফানি টেলর। তিনি পিছনে ফেলে দেন মেরিসার (৩২) রেকর্ড।
3/5ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন হিসেবে মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে সব থেকে বেশি ৩৩টি ম্যাচে পরাজিত হওয়ার লজ্জাজনক নজির গড়েন স্টেফানি টেলর। তিনি পিছনে ফেলে দেন মেরিসার (৩২) রেকর্ড।
অ্যালিসা হিলি এবং রাচেল হেইন্স মেয়েদের বিশ্বকাপে প্রথম জুটি হিসেবে ২০০ রানের পার্টনারশিপ গড়েন। এই প্রথম কোনও একটি বিশ্বকাপে জুটিতে ৫০০ রান যোগ করার রেকর্ডও গড়েন তাঁরা।
4/5অ্যালিসা হিলি এবং রাচেল হেইন্স মেয়েদের বিশ্বকাপে প্রথম জুটি হিসেবে ২০০ রানের পার্টনারশিপ গড়েন। এই প্রথম কোনও একটি বিশ্বকাপে জুটিতে ৫০০ রান যোগ করার রেকর্ডও গড়েন তাঁরা।
মেয়েদের বিশ্বকাপে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে সেঞ্চুরি করার নজির গড়েন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি। তাঁর আগে মেয়েদের বিশ্বকাপে সেঞ্চুরি করার কৃতিত্ব ছিল কেবল ইংল্যান্ডের সারা টেরলের। সারা ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করেছিলেন। হিলি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২৯ রানের ঝকঝকে ইনিংস খেলেন।
5/5মেয়েদের বিশ্বকাপে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে সেঞ্চুরি করার নজির গড়েন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি। তাঁর আগে মেয়েদের বিশ্বকাপে সেঞ্চুরি করার কৃতিত্ব ছিল কেবল ইংল্যান্ডের সারা টেরলের। সারা ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করেছিলেন। হিলি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২৯ রানের ঝকঝকে ইনিংস খেলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.