Women’s World Cup: বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়ে মিতালিদের সঙ্গে একাসনে সুজি বেটস, এলিট ক্লাবে আর কারা রয়েছেন দেখে নিন

1/6ডেবি হকলি: নিউজিল্যান্ডের ডেবি হকলির দখলে রয়েছে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপে সব থেকে বেশি রান করার রেকর্ড। তিনি বিশ্বকাপের ৪৫টি ম্যাচের ৪৩টি ইনিংসে ১৫০১ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ২টি। হাফ-সেঞ্চুরি করেছেন ১০টি। ব্যাটিং গড় ৪২.৮৮। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১০০ রানের।

জানেত ব্রিটিন: ইংল্যান্ডের ব্রিটিন বিশ্বকাপের ৩৬টি ম্যাচের ৩৫টি ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ১২৯৯ রান সংগ্রহ করেছেন। তিনি ৪টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরি করেছেন। ব্যাটিং গড় ৪৩.৩০। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১৩৮ রানের।
2/6জানেত ব্রিটিন: ইংল্যান্ডের ব্রিটিন বিশ্বকাপের ৩৬টি ম্যাচের ৩৫টি ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ১২৯৯ রান সংগ্রহ করেছেন। তিনি ৪টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরি করেছেন। ব্যাটিং গড় ৪৩.৩০। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১৩৮ রানের।
শার্লট এডওয়ার্ডস: ইংল্যান্ডের এডওয়ার্ডস ৩০টি ম্যাচের ২৮টি ইনিংসে ৫৩.৫২ গড়ে ১২৩১ রান সংগ্রহ করেছেন। সার্বিক তালিকার তিন নম্বরে রয়েছেন তিনি। শার্লট বিশ্বকাপে সেঞ্চুরি করেছেন ৪টি। হাফ-সেঞ্চুরি করেছেন ৭টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১৭৩ রানের।
3/6শার্লট এডওয়ার্ডস: ইংল্যান্ডের এডওয়ার্ডস ৩০টি ম্যাচের ২৮টি ইনিংসে ৫৩.৫২ গড়ে ১২৩১ রান সংগ্রহ করেছেন। সার্বিক তালিকার তিন নম্বরে রয়েছেন তিনি। শার্লট বিশ্বকাপে সেঞ্চুরি করেছেন ৪টি। হাফ-সেঞ্চুরি করেছেন ৭টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১৭৩ রানের।
বেলিন্দা ক্লার্ক: অস্ট্রেলিয়ার বেলিন্দা ক্লার্ক বিশ্বকাপের ২৯টি ম্যাচের ২৬টি ইনিংসে ৬০.৫৭ গড়ে ১১৫১ রান সংগ্রহ করেছেন। তিনি ১টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরি করেছেন। বিশ্বকাপে সব থেকে বেশি রান সংগ্রহকারীদের তালিকায় তিনি চার নম্বরে রয়েছেন। তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ২২৯ রানের।
4/6বেলিন্দা ক্লার্ক: অস্ট্রেলিয়ার বেলিন্দা ক্লার্ক বিশ্বকাপের ২৯টি ম্যাচের ২৬টি ইনিংসে ৬০.৫৭ গড়ে ১১৫১ রান সংগ্রহ করেছেন। তিনি ১টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরি করেছেন। বিশ্বকাপে সব থেকে বেশি রান সংগ্রহকারীদের তালিকায় তিনি চার নম্বরে রয়েছেন। তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ২২৯ রানের।
মিতালি রাজ: ভারতের মিতালি রাজ এখনও পর্যন্ত বিশ্বকাপের ৩২টি ম্যাচের ৩০টি ইনিংসে ৫২.১৮ গড়ে ১১৪৮ রান সংগ্রহ করেছেন। তিনি ২টি সেঞ্চুরি ও ৯টি হাফ-সেঞ্চুরি করেছেন। মিতালির সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১০৯ রানের। 
5/6মিতালি রাজ: ভারতের মিতালি রাজ এখনও পর্যন্ত বিশ্বকাপের ৩২টি ম্যাচের ৩০টি ইনিংসে ৫২.১৮ গড়ে ১১৪৮ রান সংগ্রহ করেছেন। তিনি ২টি সেঞ্চুরি ও ৯টি হাফ-সেঞ্চুরি করেছেন। মিতালির সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১০৯ রানের। 
সুজি বেটস: নিউজিল্যান্ডের সুজি বেটস বিশ্বকাপের ২২ ম্যাচের ২১টি ইনিংসে ৬২.৮৭ গড়ে ১০০৬ রান সংগ্রহ করেছেন। তিনি ৩টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরি করেছেন। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৬৮ রানের। সব থেকে কম ইনিংসে বিশ্বকাপে ১০০০ রান করার নিরিখে সুজি ভেঙে দেন বেলিন্দা ক্লার্কের রেকর্ড। ক্লার্ক ২২টি ইনিংসে এমন কৃতিত্ব অর্জন করেছিলেন।
6/6সুজি বেটস: নিউজিল্যান্ডের সুজি বেটস বিশ্বকাপের ২২ ম্যাচের ২১টি ইনিংসে ৬২.৮৭ গড়ে ১০০৬ রান সংগ্রহ করেছেন। তিনি ৩টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরি করেছেন। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৬৮ রানের। সব থেকে কম ইনিংসে বিশ্বকাপে ১০০০ রান করার নিরিখে সুজি ভেঙে দেন বেলিন্দা ক্লার্কের রেকর্ড। ক্লার্ক ২২টি ইনিংসে এমন কৃতিত্ব অর্জন করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.