Women’s World Cup: বিশ্বকাপের শিখরে বাংলার ঝুলন, আর কাউকে টপকানোর নেই তারকা পেসারের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত ম্যাচেই ছুঁয়ে ফেলেছিলেন বিশ্বরেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১টি উইকেট নেওয়া মাত্রই এককভাবে গড়ে ফেলেন নতুন নজির। আনিসা মহম্মদকে ফিরিয়ে বাংলার তারকা পেসার পরিণত হলেন মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারে।

এই নিরিখে ভারতীয় তারকা টপকে গেলেন লিন ফুলস্টোনেকে। এতদিন এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকার নামে। ফুলস্টোন ১৯৮২ ও ১৯৮৮, দু’টি বিশ্বকাপের ২০টি ম্যাচে মাঠে নেমে ৩৯টি উইকেট নিয়েছেন। ঝুলন ২০০৫ থেকে ২০২২ পর্যন্ত মোট ৫টি বিশ্বকাপের ৩১টি ম্যাচে মাঠে নেমে এই নিয়ে ৪০টি উইকেট দখল করলেন।

তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের ক্যারল হজেস। তিনি ১৯৮২ থেকে ১৯৯৩ পর্যন্ত বিশ্বকাপের ২৪টি ম্যাচে মাঠে নেমে মোট ৩৭টি উইকেট নিয়েছেন। ইংল্যান্ডের ক্লেয়ার টেলর ১৯৮৮ থেকে ২০০৫ পর্যন্ত বিশ্বকাপের ২৬টি ম্যাচে মাঠে নেমে মোট ৩৬টি উইকেট নিয়েছেন। তিনি রয়েছেন সর্বকালীন তালিকার চতুর্থ স্থানে।

মেয়েদের বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন ক্যাথরিন ফিত্জপ্যাট্রিক। ১৯৯৩ থেকে ২০০৫ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপের ২৫টি ম্যাচে মাঠে নেমে ৩৩টি উইকেট নিয়েছেন ক্যাথরিন।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ম্যাচে ঝুলন গোস্বামী ৬ ওভারে ১টি মেডেন-সহ ৪৩ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। সার্বিকভাবে মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে সব থেকে বেশি ২৪৯টি উইকেট রয়েছে ঝুলনের ঝুলিতে। আর কেউ ২০০-র ঘরেই ঢুকতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.