বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড রান তাড়া করে মিতালিদের হারানোর দিনেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের পুরুষ ক্রিকেট দলের দুর্দান্ত একটি রেকর্ড ছুঁয়ে ফেলেন মেগ ল্যানিংরা। রান তাড়া করা ম্যাচে একটানা জয়ের নিরিখে সৌরভ-দ্রাবিড়ের জমানার টিম ইন্ডিয়ার নজির ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল।
২০১৮ থেকে ২০২২-এর মধ্যে অস্ট্রেলিয়ার মেয়েরা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রান তাড়া করা ম্যাচে এই নিয়ে একটানা ১৭টি জয় তুলে নেয়। মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে পরে ব্যাট করে একটানা জয়ের রেকর্ড আগেই নিজেদের দখলে নিয়েছে অস্ট্রেলিয়া। এই নিরিখে তারা ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের যুগ্ম রেকর্ড ভেঙে দিয়েছে আগেই।
ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল ২০০৮-২০০৯ সালের মধ্যে একটানা ১৫টি রান তাড়া করা ম্যাচে জয় তুলে নিয়েছিল। এছাড়া নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট দল ২০১৫-২০১৭ সালের মধ্যে পরে ব্যাট করা টানা ১৫টি ম্যাচে জয় তুলে নিয়েছিল।
অস্ট্রেলিয়ার মেয়েরা এক্ষেত্রে ভারতের পুরুষ ক্রিকেট দলের পরে ব্যাট করে টানা ১৭টি ম্যাচে জয় তুলে নেওয়ার রেকর্ড ছুঁয়ে ফেলে। ২০০৫-২০০৬ সালের মধ্যে সৌরভ ও দ্রাবিড়ের নেতৃত্বে ভারতীয় দল পরে ব্যাট করা ১৭টি ম্যাচে পরপর জয় তুলে নিয়েছিল। অস্ট্রেলিয়ার মেয়েরা আর একটি ম্যাচে প্রতিপক্ষের ঝুলিয়ে দেওয়া টার্গেট টপকে গেলেই ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে এককভাবে রেকর্ড নিজদের নামে করবে।