Women’s Premier League 2023: নিলামযুদ্ধে ৪০৯ ক্রিকেটার! কত টাকার বেসপ্রাইজে স্মৃতি-হরমনপ্রীত, এলিস-সোফিরা?

 দুরজায় কড়া নাড়ছে উইমেন’স প্রিমিয়র লিগ (Women’s Premier League 2023)। মেয়েদের ক্রোড়পতি লিগের অভিষেক সংস্করণের বিরাট আপডেট দিয়ে দিল বিসিসিআই (BCCI)। মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, নিলামে উঠতে চলা মোট ক্রিকেটারদের সম্পূর্ণ তালিকা। আগামী ৪-২৬ মে মুম্বইয়ে মোট ২২ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ব্রেবোর্ন স্টেডিয়াম (Brabourne Stadium) ও ডিওয়াই পাতিল (D.Y. Patil Stadium) স্টেডিয়ামে হবে ম্যাচগুলি।

বিসিসিআই জানিয়েছে যে, ১৫২৫ জন ক্রিকেটারের নাম প্রথমে নথিভুক্ত করা হয়েছিল। সেখান থেকে ৪০৯ জন ক্রিকেটারকে (২৪৬ জন ভারতীয়, ১৬৩ জন বিদেশি, যাদের মধ্যে ৮ জন অ্যাসোসিয়েট দেশের) বেছে নেওয়া হয়েছে নিলামের জন্য। আগামী ১৩ ফেব্রুয়ারি মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে দুপুর আড়াইটে থেকে শুরু হবে নিলাম। ৪০৯ জনের মধ্যে মোট ২০২ জন ক্যাপড ও ১৯৯ জন আনক্যাপড প্লেয়ার। পাঁচ দলের নিলামযুদ্ধে সর্বোচ্চ ৯০টি স্লট ফাঁকা রয়েছে। ৩০টি স্লট থাকছে বিদেশি ক্রিকেটারদের জন্য়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.