এই মুহূর্তে বিশ্বের সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি কিন্তু ধারাবাহিক ভাবে ভাল পারফরম্যান্স করে চলেছেন। যদিও সংক্ষিপ্ত ওভারের ক্রিকেট থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে। তবু টেস্টে নিজের ধারাবহিকতা ধরে রেখেছেন অশ্বিন। তা সত্ত্বেও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের একটি ম্যাচেও তাঁকে খেলাননি বিরাট কোহলি। যা নিয়ে বিতর্ক রয়েছে। তবে অশ্বিনের পাশে দাঁড়িয়ে সরব হয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল। তিনি মনে করেন, সব পরিস্থিতিতেই অশ্বিন খুব ভাল বোলার। ভারতীয় দলের প্রথম একাদশে অশ্বিনের থাকাটা জরুরি।
একটি সংবাদমাধ্যমে নিজের কলামে চ্যাপেল লিখেছেন, ‘ভারত যে খুব ভাল অল রাউন্ড টিম, এই বিষয়ে কোনও সন্দেহ নেই। এরা ধারাবাহিক ভাবে জিতে সেটা প্রমাণ করেছে। প্রথমে অস্ট্রেলিয়ায়, এখন ইংল্যান্ডে। পাশাপাশি ওরা ঘরের মাঠে কার্যত অপরাজেয়। তার মানেই এই নয় যে, ওরা আরও উন্নতি করবে না। এ ভাবেই ভাল দলগুলি শীর্ষে বা তার কাছাকাছি থাকে এবং ক্রমাগত আরও ভাল হওয়ার উপায় অনুসন্ধান করে থাকে। হার্বি কলিন্স, ১৯২০ সাল বা ওই সময়ে অস্ট্রেলিয়ার অত্যন্ত ভাল অধিনায়ক ছিলেন, যিনি দল নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি শিখিয়েছিলেন, আর সেটা হল সঠিক কম্বিনেশন তৈরি করা।’ট্রেন্ডিং স্টোরিজ
এই প্রসঙ্গে অশ্বিনকে টেনে ইয়ান চ্যাপেল আরও লিখেছেন, ‘ভারতের সেরা কম্বিনেশন গড়ে উঠবে অশ্বিনকে দলে রেখেই। ও যে কোনও পরিস্থিতিতেই সেরা বোলার। ও অস্ট্রেলিয়ায় সেটা প্রমাণ করেছে। তাই ওকে খেলানোর জন্য ভারতকেই জায়গা খুঁজে বের করতে হবে।’