ঋদ্ধিমান সাহাকে নিয়ে হঠাৎই চাঞ্চল্য ভারতীয় ক্রিকেটমহলে। উদ্বেগ বেশি বাংলার ক্রিকেটপ্রেমীদেরই। প্রিয় ঋদ্ধিমান সাহাকে আর টেস্ট খেলতে দেওয়া হবে না, এমন খবর জানতে পারলে অনুরাগীদের হতাশ হওয়াই স্বাভাবিক। যদিও হতাশ হওয়ার সঙ্গত কারণ আছে কিনা, সেবষয়ে ছবিটা স্পষ্ট করে দিলেন তারকা উইকেটকিপার নিজেই।
আসেল হঠাৎ করেই খবর ছড়িয়ে পড়ে যে, ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে ঋদ্ধিমান সাহাকে জানিয়ে দেওয়া হয়েছে তাঁকে আর টেস্ট দলের জন্য বিবেচনা করা হবে না। জল্পনার আগুনে ঘি পড়ে ঋদ্ধি বাংলার রঞ্জি স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নেওয়ায়। এমন খবরও ছড়িয়ে পড়ে যে, ঋদ্ধিমান সাহা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন।ট্রেন্ডিং স্টোরিজ
বিস্তর প্রতিক্রিয়াও মেলে বিশেষজ্ঞদের কাছ থেকে। যদিও ঋদ্ধি জানিয়ে দিলেন, ফিট রয়েছেন, ভালো খেলছেন, তাহলে অবসর নিতে যাবেন কেন!
ঋদ্ধিমান নিজেকে এখনও জাতীয় দলের অংশ মনে করছেন। তাই দলে থাকতে প্রোটোকল মেনেই টিম ম্যানেজমেন্টের তরফে সত্যিই কোনও বার্তা দেওয়া হয়েছে কিনা, সেবিষয়ে মুখ খোলেননি। তবে এটা স্পষ্ট জানিয়ে দেন যে, দল বাছার দায়িত্ব নির্বাচকদের। যতক্ষণ না শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা হচ্ছে, ততক্ষণ লোকেরা কী বলছেন, তা নিয়ে বিশেষ মাথা ব্যথা নেই তাঁর। বরাবর দল ঘোষণার পরেই প্রস্তুতি শুরু করেন। এবারও সেরকমই ইচ্ছে রয়েছে তাঁর।
রঞ্জি ট্রফি না খেলা প্রসঙ্গে ঋদ্ধি জানান, তিনি সিএবিকে জানিয়েছেন ব্যক্তিগত কারণে এবার রঞ্জি ট্রফি খেলবেন না। অর্থাৎ তিনি কখনই বলেননি আর কোনওদিন খেলবেন না। আর অবসরের গুজব নিয়ে ঋদ্ধির দাবি, ‘কেউ যখন ভালো খেলে এবং চূড়ান্ত ফিট থাকে, তখন কি কেউ অবসর নিতে চায়!’
এপ্রসঙ্গে ঋদ্ধি জানান যে, অবসর নেওয়ার হলে চার বছর আগে যখন চোট পেয়েছিলেন, ডাক্তাররা ইঞ্জেকশন নিয়ে একটা সিরিজ খেলে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিলেন, তখনই খেলা ছেড়ে দিতে পারতেন। অর্থাৎ তারকা উইকেটকিপার এটা স্পষ্ট করে দেন, যাই হোক না কেন, এখনই অবসর নিচ্ছেন না। ঋদ্ধিমান নিতান্ত মজা করেই বলেন, ‘আমি কবে অবসর নেব, সেটা দেখছি লোকেরা ঠিক করে দেবে।’