২০১৯ ওয়ান ডে বিশ্বকাপের ভারতীয় দল নির্বাচন নিয়ে কম বিতর্ক হয়নি। বিশেষ করে আম্বাতি রায়াড়ুকে বাদ দেওয়া নিয়ে বিস্তর জলঘোলা হয়। অপ্রত্যাশিতভাবে বাদ পড়ে মাঠ থেকে দূরে সরে যাওয়ার কথাও ভেবেছিলেন আম্বাতি।
সেইসময় ভারতের স্কোয়াড নিয়ে মুখ খোলেননি শাস্ত্রী। তবে টিম ইন্ডিয়ার হেড কোচের পদ থেকে অব্যাহতি নেওয়ার পরেই বিশ্বকাপের দল নির্বাচিন নিয়ে নিজের মতামত জানালেন প্রাক্তন কোচ। তাঁর দাবি, তিনি কখনও নির্বাচকদের কাজে নাক গলাননি। তাঁর মতামত জানতে চাওয়া হলে একমাত্র তবেই তিনি দল নির্বাচনের প্রসঙ্গে কথা বলতেন। তবে তাঁর মনে হয়েছে যে, বিশ্বকাপের দলে একসঙ্গে তিনজন উইকেটকিপার নেওয়ার কোনও যুক্তি ছিল না। বরং একজন উইকেটকিপারের জায়গায় শ্রেয়স আইয়ার বা আম্বাতি রায়াড়ুকে দলে নেওয়া যেত।ট্রেন্ডিং স্টোরিজ
টাইমস অফ ইন্ডিয়ার সাক্ষাত্কারে শাস্ত্রী বলেন, ‘দল নির্বাচনের বিষয়ে আমার কোনও মতামত ছিল না। তবে বিশ্বকাপের দলে তিনজন উইকেটকিপারে আমি খুশি ছিলাম না। হয় আম্বাতি নাহলে শ্রেয়সের দলে ঢোকা উচিত ছিল। এমএস ধোনি, দীনেশ কার্তিক ও ঋষভ পন্তকে একসঙ্গে দলে রাখার যুক্তি কী ছিল বুঝি না।’
পরে শাস্ত্রী আরও বলেন, ‘তবে আমি কখনও নির্বাচকদের কাজে নাক গলাইনি। সাধারণ আলোচনায় আমাকে যোগ দিতে বলা ছাড়া আমি কখনও এই নিয়ে কোনও কথা বলিনি।’