গত মরশুমে ভালো খেলতে পারেনি এসসি ইস্টবেঙ্গল। এবারে দীর্ঘ লড়াইয়ের পরে শেষ পর্যন্ত দল গঠন করে মাঠে নেমেছে তারা। প্রথম ম্যাচে ভালো ফল করতে পারেনি ডিয়াজের ছেলেরা। এগিয়ে থেকেও জামশেদপুরের সঙ্গে দুই পয়েন্ট নষ্ট করতে হয়েছিল তাদের। এমন অবস্থায় বিশেষজ্ঞরা মনে করছেন হাবাস অনেকটা এগিয়ে রয়েছে। কারণটা অবশ্যই রয় কৃষ্ণ, বুমৌস জুটি। সঙ্গে লিস্টন কোলাসো ও কাউকোর তাল মিল। তবে এই তথ্য মানেত চাননা হাবাস।
ডার্বিতে নামার আগে সাংবাদিক সম্মেলনে এসে হাবাস জানান, ‘এসসি ইস্টবেঙ্গল এ বার একেবারে নতুন দল গড়েছে, নতুন কোচ নিয়েছে। এই অবস্থায় থিতু হতে অন্তত এক বছর লেগে যায়। কিন্তু ভারতে সব কিছু খুব দ্রুত তৈরি করে নিতে হয়। এখানে চূড়ান্ত ফলকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। তাই এখানে কেউ এগিয়ে আছে, এ কথা বলা যাবে না। কেন কেউ এগিয়ে থাকবে? আমাদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। ম্যাচটা অন্য শহরে হচ্ছে, কোনও সমর্থক থাকবে না। দুই পক্ষের কাছেই এটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ।’ট্রেন্ডিং স্টোরিজ
শুধু বুমৌস, রয়, লিস্টন, কাউকোকেই গুরুত্ব দিতে চাননা হাবাস। স্প্যানিশ কোচের মতে তার দলের প্রত্যেক ফুটবলার সমান গুরুত্বপূর্ণ। ডার্বিতে নামার আগে তিনি বলেন, ‘মনে করিয়ে দিই, অমরিন্দর, প্রীতম, প্রবীর, তিরিও আমার দলে রয়েছে। তিন-চারজনকে নিয়ে একটা দল হয় না। আমার কাছে সব খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ। সবার প্রতিই আমার সমান শ্রদ্ধা রয়েছে।’ বড় ম্যাচ নিয়ে হাবাস বিশেষ পরিকল্পনা নিতে চান। পরিস্থিতি দেখেই তিনি সেটা ঠিক করবেন। হাবাস জানান, ‘সব ম্যাচে তো আর সমান ভাবে খেলা যায় না। পরিস্থিতি, পরিবেশ ও বিপক্ষে কেমন খেলছে, সেই অনুযায়ী কৌশল বা পরিকল্পনা করে খেলাটাই নিয়ম। কোন খেলোয়াড়ের হলুদ কার্ড আছে, তাকে কতটা খেলানো যাবে ইত্যাদি বিবেচনা করাও দরকার। তৎক্ষনাৎ এই বিষয়গুলো ঠিক করে নিতে হয়। এখানেও সেটাই করতে হবে।’