জেসন হোল্ডারকে দলে ফেরাল ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজের জন্য অভিজ্ঞ অলরাউন্ডারকে নেওয়া হয়েছে ১৩ জনের দলে। ঘরের মাঠে বাংলাদেশের কাছে এক দিনের সিরিজ ০-৩ ব্যবধানে হারায় দল শক্তিশালী করতেই ফেরানো হল হোল্ডারকে।
প্রাক্তন অধিনায়ক হোল্ডারকে বাংলাদেশের বিরুদ্ধে বিশ্রাম দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকরা। তামিম ইকবালের দলের বিরুদ্ধে ভরাডুবির পর ভারতের বিরুদ্ধে আর সেই ঝুঁকি নেওয়ার সাহস দেখাতে পারলেন না তাঁরা। ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ডেসমন্ড হেনস বলেছেন, ‘‘আমরা সকলেই জানি হোল্ডার বিশ্বক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার। ওকে আবার দলে পেয়ে আমরা সকলেই খুশি। হোল্ডার তরতাজা হয়ে ফিরছে। আশা করি মাঠে ওর দুর্দান্ত পারফরম্যান্স সকলে দেখতে পাবে। দলের জন্য ইতিবাচক অবদান রাখতে পারবে।’’
বাংলাদেশের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটের ফল প্রত্যাশিত হয়নি, মেনে নিয়েছেন হেনস। তিনি বলেছেন, ‘‘বাংলাদেশের বিরুদ্ধে তিনটে ম্যাচই বেশ কঠিন হয়েছে। আমরা চাই ক্রিকেটাররা নিজেদের একটু গুছিয়ে নিক। ইতিবাচক মানসিকতা নিয়ে ভারতের বিরুদ্ধে মাঠে নামুক।’’ উল্লেখ্য, ভারত-ওয়েস্ট ইন্ডিজ এক দিনের সিরিজ শুরু হবে ২৭ জুলাই।
ক্যারিবিয়ানদের নেতৃত্ব দেবেন নিকোলাস পুরান। হোল্ডার ছাড়াও দলে রয়েছেন সাই হোপ, সামার ব্রুকস, কেসি কার্টি, আকেল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, গুদাকেস মোটি, কিমো পল, রভম্যান পাওয়েল এবং জেডেন সিলস।