IPL শুরুর আগে নাম না করে কাকে কটাক্ষ করলেন লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর। সমালোচকরা বলছেন গৌতি মহেন্দ্র সিং ধোনিকেই কটাক্ষ করেছেন। ফলে টুর্নামেন্ট শুরু আগে উত্তাপ বাড়িয়ে দিলেন প্রাক্তন কেকেআর অধিনায়ক। কেএল রাহুল থেকে কী চাইছে দল এই প্রশ্ন করা হলে গম্ভীর বলেন, ‘সবথেকে, একটা নেতা হলেন দলের পতাকা বাহক। কেএল রাহুলকে ব্যাটার হিসেবে চাই, যে অধিনায়কত্বও করতে পারবে। আমরা এমন ক্রিকেটারকে চাই না যে অধিনায়কত্বই করবে কিন্তু ব্যাট করতে পারবে না। আমি আশা করছি পার্থক্য বোঝাতে পেরেছি।’
দলের অধিনায়ক কেএল রাহুলের থেকে প্রত্যাশার ব্যাপারে বলতে গিয়ে তিনি নাম না করে ধোনিকে কটাক্ষ করেন। মেন্টর হিসেবে গম্ভীর বলেন, ‘রিস্ক নেওয়া অধিনায়কদের শিখতে হবে। আমি চাই রাহুল রিস্ক নিক, যতক্ষণ হিসেব করে রিস্ক নেবে না ততক্ষণ সফল কী ব্যর্থ তা বোঝা যাবে না। এবার কুইন্টন ডি কক আমাদের উইকেটরক্ষক। তাই রাহুলকে উইকেটের পিছনে দাঁড়াতে হবে না। ও ফ্রি ও রিল্যাক্স হয়ে খেলতে পারবে, ব্যাটিং ও অধিনায়কত্বে ফোকাস করতে পারবে।’ট্রেন্ডিং স্টোরিজ
অধিনায়কত্বে নিজেকে প্রমাণের চাপের রাহুলের খেলায় ব্যাঘাত হবে কি না সেই প্রশ্নে জবাবে গম্ভীর বলেন, ‘ভবিষ্যতের অধিনায়ক ও নির্বাচিত অধিনায়কের মধ্যে পার্থক্য আছে। রাহুল দলের সহ অধিনায়ক। আমি মনে করি না জাতীয় দলকে সামনে রেখে IPL খেলা উচিত। এটা একটা মঞ্চ নিজেকে প্রমাণ করার। এখানে একজন নেতা হিসেবে বেড়ে উঠতে পারে কিন্তু কোনও নিশ্চয়তা নেই এখানে ভালো খেললেই সে ভারতের অধিনায়ক হবে।’ IPL-এ এবার প্রথমবার নামছে কেএল রাহুলদের লখনউ সুপার জায়ান্টস। এর আগে পঞ্জাব কিংসকে নেতৃত্ব দিলেও সাফল্য পাননি রাহুল। তাই এটা তাঁর কাছে নতুন চ্যালেঞ্জ। অধিনায়ককে সমস্তরকমের স্বাধীনতা দিতে চান গৌতম গম্ভীর।